Ajker Patrika

ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন দুই বোন, লাশ হয়ে ফিরলেন একজন

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ২০: ৪৫
ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন দুই বোন, লাশ হয়ে ফিরলেন একজন

ঈদের ছুটিতে বাড়ি ফিরতে গিয়ে চট্টগ্রামের বাঁশখালীর সড়কে অটোরিকশা উল্টে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁর ছোট বোন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বাঁশখালীর চম্বল বাজার এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তাঁরা। 

নিহত কলেজছাত্রীর নাম ইমতেহান সুলতানা (২৩)। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

আহত সহোদর বোনের নাম আঁখি আক্তার (১৭)। তাঁরা কক্সবাজারের কুতুবদিয়া উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদারপাড়ার মৃত ফরিদ আলমের মেয়ে। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে বাঁশখালী হয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে কুতুবদিয়া ফিরছিলেন দুই বোন। পথিমধ্যে বাঁশখালীর চম্বল বাজার এলাকায় দ্রুতগামী তাঁদের যানবাহনটি অপর একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হন সহোদর দুই বোন। পরে ঘটনাস্থল থেকে তাঁদের দ্রুত উদ্ধার করে বাঁশখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমতেহানকে মৃত ঘোষণা করেন। আহত আঁখি আক্তারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। তিনি আজকের পত্রিকাকে জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত