কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
ঈদের ছুটিতে বাড়ি ফিরতে গিয়ে চট্টগ্রামের বাঁশখালীর সড়কে অটোরিকশা উল্টে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁর ছোট বোন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বাঁশখালীর চম্বল বাজার এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তাঁরা।
নিহত কলেজছাত্রীর নাম ইমতেহান সুলতানা (২৩)। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আহত সহোদর বোনের নাম আঁখি আক্তার (১৭)। তাঁরা কক্সবাজারের কুতুবদিয়া উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদারপাড়ার মৃত ফরিদ আলমের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে বাঁশখালী হয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে কুতুবদিয়া ফিরছিলেন দুই বোন। পথিমধ্যে বাঁশখালীর চম্বল বাজার এলাকায় দ্রুতগামী তাঁদের যানবাহনটি অপর একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হন সহোদর দুই বোন। পরে ঘটনাস্থল থেকে তাঁদের দ্রুত উদ্ধার করে বাঁশখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমতেহানকে মৃত ঘোষণা করেন। আহত আঁখি আক্তারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। তিনি আজকের পত্রিকাকে জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঈদের ছুটিতে বাড়ি ফিরতে গিয়ে চট্টগ্রামের বাঁশখালীর সড়কে অটোরিকশা উল্টে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁর ছোট বোন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বাঁশখালীর চম্বল বাজার এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তাঁরা।
নিহত কলেজছাত্রীর নাম ইমতেহান সুলতানা (২৩)। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আহত সহোদর বোনের নাম আঁখি আক্তার (১৭)। তাঁরা কক্সবাজারের কুতুবদিয়া উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদারপাড়ার মৃত ফরিদ আলমের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে বাঁশখালী হয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে কুতুবদিয়া ফিরছিলেন দুই বোন। পথিমধ্যে বাঁশখালীর চম্বল বাজার এলাকায় দ্রুতগামী তাঁদের যানবাহনটি অপর একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হন সহোদর দুই বোন। পরে ঘটনাস্থল থেকে তাঁদের দ্রুত উদ্ধার করে বাঁশখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমতেহানকে মৃত ঘোষণা করেন। আহত আঁখি আক্তারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। তিনি আজকের পত্রিকাকে জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ পাওয়া গেছে। ১৬ জুলাই অর্ধশতাধিক অন্তঃসত্ত্বা নারীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ওষুধ সেবন করে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। আজ বুধবার ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর স্বামী এমন অভিযোগ করেছেন।
২ মিনিট আগেমন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ওয়ারী বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত বছরের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী এটি পলায়নের শামিল।
১০ মিনিট আগেগোপালগঞ্জে কারাগারে হামলার ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬১ জনকে আসামি করে মামলা করেছে জেলা কারাগার। গতকাল মঙ্গলবার রাতে কারাগারের ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামান বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।
১৫ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার জেরে সচিবালয়ে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলা হয়েছে। সচিবালয়ে দায়িত্বরত পুলিশের এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে আজ বুধবার শাহবাগ থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করা হয়েছে।
২৩ মিনিট আগে