Ajker Patrika

রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কায় সতর্কতা জারি, কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৩, ২০: ৫৯
রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কায় সতর্কতা জারি, কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ভারী বৃষ্টি ও দুর্যোগ পরিস্থিতিতে পাহাড় ধসের শঙ্কায় রাঙামাটিতে সতর্কতা জারি করেছে প্রশাসন। বৃষ্টি শুরু হলে কাছের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়ে জেলা শহরে মাইকে প্রচার চালিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার বিকেলে জেলা শহরে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের এই নির্দেশনা দেওয়া হয়।

এদিকে নৌ-দুর্ঘটনা এড়াতে কাপ্তাই হ্রদে সব নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হ্রদে নৌচলাচল বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আজ বিকেলে পাহাড় ধসের জন্য চিহ্নিত সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা শিমুলতলি, রূপনগর ও লোকনাথ মন্দির এলাকায় গিয়ে স্থানীয়দের সচেতন ও সতর্ক করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

এ সময় তাঁরা ঘূর্ণিঝড় মোকাবিলায় স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি বৃষ্টি শুরু হলে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশনা দেন। এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় ২২টি সরকারি প্রতিষ্ঠানের কার্যালয় ও ভবনকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। আশ্রয়কেন্দ্রে যেতে কেউ অপারগতা জানালে তাঁদের জোর করে নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

২০১৭ সালে রাঙামাটিতে টানা বৃষ্টির কারণে ভয়াবহ পাহাড় ধস হয়। এতে ১২০ জনের প্রাণহানি ঘটে। সে সময় প্রয়োজনীয় উদ্ধারকারী সরঞ্জাম না থাকায় উদ্ধারকাজ চলে এক সপ্তাহ ধরে।

ফায়ার সার্ভিসের রাঙামাটি ও খাগড়াছড়ি অঞ্চলের সহকারী পরিচালক মো. দিদারুল আলম দাবি করেছেন, মোখা মোকাবিলায় রাঙামাটি ফায়ার সার্ভিসের কাছে প্রয়োজনীয় উদ্ধারকারী সরঞ্জাম রয়েছে।

রাঙামাটি শহরের ভেদভেদীর শিমুলতলি, রূপনগর, লোকনাথ মন্দির এলাকা, কল্যাণপুর, স্বর্ণটিলা, রিজার্ভ বাজার আব্দুল আলী স্কুল ও পুলিশ সুপার কার্যালয়ের নিচসংলগ্ন এলাকা, কিনামনি ঘোনাকে সবচেয়ে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...