Ajker Patrika

পাহাড় ধসে থানচি-বান্দরবান সড়ক যোগাযোগবিচ্ছিন্ন

থানচি (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৪: ২৫
পাহাড় ধসে থানচি-বান্দরবান সড়ক যোগাযোগবিচ্ছিন্ন

ভারী বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগবিচ্ছিন্ন হয়ে গেছে। গত সোমবার থেকেই বান্দরবানের থানচি উপজেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে গতকাল বুধবার রাতে ভারী বৃষ্টিতে নীলগিরি এলাকার পাহাড় ধসে সড়কের ওপর মাটি পড়ে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগবিচ্ছিন্ন হয়ে যায়।

আজ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবির একটি দল সড়কের ওপর থেকে পাহাড়ের মাটি সরানো কাজ করছে বলে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন নিশ্চিত করেছেন।

নীলগিরির কাছে পাহাড় ধসে পড়ে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ছবি: আজকের পত্রিকাইউএনও জানান, আজ বিকেলে সড়কের ওপর ধসে পড়া মাটি সরানোর কাজ সম্পন্ন হলে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক  হবে বলে তিনি ধারণা করেছেন।

থানচি বাস স্টেশনের লাইনম্যান মংসিংনু মারমা বলেন, সকালে যাত্রীবাহী দুটি বাস ছাড়ার পর নীলগিরি পর্যটনকেন্দ্রের কাছাকাছি গেলে চালকেরা সড়কের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে থাকতে দেখেন। তাঁরা খবর দিলে থানচি উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। মাটি সরানোর কাজ শেষ হলে আশা করি বিকেলে যান চলাচল স্বাভাবিক হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত