নোয়াখালী ও কোম্পানীগঞ্জ প্রতিনিধি
৩৩ মাস পর নিজ এলাকায় ফিরে ছোট ভাই আব্দুল কাদের মির্জার হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই পদক দেওয়া হয় তাঁকে।
ওবায়দুল কাদের নিজ বাড়ির সামনে পৌঁছালে পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার দেয়। পরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন। বাবা-মায়ের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বহুদিন মা-বাবা’র কবর জিয়ারত করতে পারিনি, তাই মনটা বিষণ্ন ছিল। আজ নিজ বাড়িতে নিজ ঘরে খাবার খেয়েছি। দুপুরে নামাজও পড়েছি, এ জন্য মনটা খুবই ভালো লাগছে।’ এ সময় ওবায়দুল কাদেরকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বীর-৭১’ স্বর্ণপদক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন তাঁর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
পরে নিজ বাড়ি থেকে ওবায়দুল কাদের যান বসুরহাট ডাক বাংলো মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদ প্রীতি অনুষ্ঠানে। অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘নেত্রীকে (শেখ হাসিনা) আমি কথা দিয়ে এসেছি, কোনো অনুষ্ঠানে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। শুধু সবার সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। আমার দীর্ঘ সময়ের অনুপস্থিতিতে এখানে অনেক কিছু ঘটে গেছে, দুটি প্রাণও গেছে। তারপরও সবকিছু ভুলে গিয়ে সকলের ঐক্যবদ্ধ হওয়া অত্যাবশ্যক। আজ আমি এখানে এসে ঐক্যের শুভ সূচনা করলাম।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের কথা শুনলে মানুষ হাসে। গত ১৩ বছরে বিএনপি ২৬ বার আন্দোলনের ডাক দিয়েছে। কোনো আন্দোলনই করতে পারেনি। ১৩ বছরে পারলা না, কোনো বছর পারবা? তাদের আন্দোলনের বিষয়ে সবারই প্রশ্ন, এই বছর না ওই বছর—আন্দোলন হবে কোনো বছর।’
জুনের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন হবে নিশ্চিত করে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের তারিখ কখনই পেছানো হয়নি। আগামী জুনেই পদ্মা সেতুতে যানবাহন চলাচল করবে।’
নিজ এলাকার সঙ্গে তাঁর সার্বক্ষণিক যোগাযোগ ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এলাকা থেকে আমি কখনই বিচ্ছিন্ন ছিলাম না। করোনার আগে ও পরে সব সময় জনগণের জন্য প্রয়োজনীয় সবকিছুই ব্যবস্থা করেছি এবং পাঠিয়েছি। সবার সাথে সব সময় আমার যোগাযোগ ছিল। অক্সিজেন কনসেন্ট্রেটর, আইসিইউ প্রতিস্থাপন, খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী সবকিছুই দিয়েছি।’
নোয়াখালী জেলা আওয়ামী লীগে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগের অনেক কিছু আমি ঠিক করে দিয়েছি। বাকিটাও ঠিক হয়ে যাবে।’
প্রসঙ্গত, দলীয় নেত্রীর আদেশ, নিজের অসুস্থতা ও করোনার কারণে গত ৩৩ মাস (২০১৯ সাল) সালে তিনি নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা) আসতে পারেননি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সর্বশেষ ২০১৯ সালের ১৩ আগস্ট ঈদুল আজহা উদ্যাপন করতে বাড়িতে এসেছিলেন তিনি।
৩৩ মাস পর নিজ এলাকায় ফিরে ছোট ভাই আব্দুল কাদের মির্জার হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই পদক দেওয়া হয় তাঁকে।
ওবায়দুল কাদের নিজ বাড়ির সামনে পৌঁছালে পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার দেয়। পরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন। বাবা-মায়ের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বহুদিন মা-বাবা’র কবর জিয়ারত করতে পারিনি, তাই মনটা বিষণ্ন ছিল। আজ নিজ বাড়িতে নিজ ঘরে খাবার খেয়েছি। দুপুরে নামাজও পড়েছি, এ জন্য মনটা খুবই ভালো লাগছে।’ এ সময় ওবায়দুল কাদেরকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বীর-৭১’ স্বর্ণপদক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন তাঁর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
পরে নিজ বাড়ি থেকে ওবায়দুল কাদের যান বসুরহাট ডাক বাংলো মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদ প্রীতি অনুষ্ঠানে। অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘নেত্রীকে (শেখ হাসিনা) আমি কথা দিয়ে এসেছি, কোনো অনুষ্ঠানে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। শুধু সবার সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। আমার দীর্ঘ সময়ের অনুপস্থিতিতে এখানে অনেক কিছু ঘটে গেছে, দুটি প্রাণও গেছে। তারপরও সবকিছু ভুলে গিয়ে সকলের ঐক্যবদ্ধ হওয়া অত্যাবশ্যক। আজ আমি এখানে এসে ঐক্যের শুভ সূচনা করলাম।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের কথা শুনলে মানুষ হাসে। গত ১৩ বছরে বিএনপি ২৬ বার আন্দোলনের ডাক দিয়েছে। কোনো আন্দোলনই করতে পারেনি। ১৩ বছরে পারলা না, কোনো বছর পারবা? তাদের আন্দোলনের বিষয়ে সবারই প্রশ্ন, এই বছর না ওই বছর—আন্দোলন হবে কোনো বছর।’
জুনের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন হবে নিশ্চিত করে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের তারিখ কখনই পেছানো হয়নি। আগামী জুনেই পদ্মা সেতুতে যানবাহন চলাচল করবে।’
নিজ এলাকার সঙ্গে তাঁর সার্বক্ষণিক যোগাযোগ ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এলাকা থেকে আমি কখনই বিচ্ছিন্ন ছিলাম না। করোনার আগে ও পরে সব সময় জনগণের জন্য প্রয়োজনীয় সবকিছুই ব্যবস্থা করেছি এবং পাঠিয়েছি। সবার সাথে সব সময় আমার যোগাযোগ ছিল। অক্সিজেন কনসেন্ট্রেটর, আইসিইউ প্রতিস্থাপন, খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী সবকিছুই দিয়েছি।’
নোয়াখালী জেলা আওয়ামী লীগে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগের অনেক কিছু আমি ঠিক করে দিয়েছি। বাকিটাও ঠিক হয়ে যাবে।’
প্রসঙ্গত, দলীয় নেত্রীর আদেশ, নিজের অসুস্থতা ও করোনার কারণে গত ৩৩ মাস (২০১৯ সাল) সালে তিনি নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা) আসতে পারেননি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সর্বশেষ ২০১৯ সালের ১৩ আগস্ট ঈদুল আজহা উদ্যাপন করতে বাড়িতে এসেছিলেন তিনি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৪ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে