রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতেও মানুষের মধ্যে সচেতনতা নেই। হাট-বাজারগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। অনেকের মুখে মাস্ক নেই। গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন করোনা পজিটিভ হয়েছেন। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৩৩ শতাংশ।
জেলা প্রশাসন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে তিনটি মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।
মোবাইল কোর্ট পরিচালনাকারী নেজারত ডেপুটি কালেক্টর বোরহান উদ্দিন মিঠু বলেন, ‘আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। জরিমানা করে সতর্ক করছি। যাদের মাস্ক কেনার সামর্থ্য নেই, তাদের মাস্ক কিনে দিচ্ছি।’
জানা যায়, রাঙামাটিতে জানুয়ারির ১ তারিখে ১৮ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয় ১ জন। শনাক্তের হার ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ। ৮ জানুয়ারি ২৪ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয় ৬ জন। শনাক্তের হার ছিল ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। ১৬ জানুয়ারি ৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয় ১৫ জন। শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৩ শতাংশ। সব মিলিয়ে রাঙামাটিতে সর্বমোট করোনায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৯৪ জন। এদের মধ্যে মারা যান ৩৪ জন। বর্তমানে জেলায় করোনা রোগী আছেন ১৩০ জন। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ১৭৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৮২০ জন।
এ বিষয়ে রাঙামাটি সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, ‘করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তরা সবাই ঘরে চিকিৎসা নিচ্ছেন। কোনো রোগী হাসপাতালের আইসোলেশনে নেই। ২৫ বেডের করোনা আইসোলেশন সেন্টারে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। করোনায় আক্রান্ত রোগীরা প্রয়োজনে আইসোলেশন সেন্টারে ভর্তি হতে পারবেন। এ ছাড়া করোনা মোকাবিলার জন্য স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। এর পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। আজকে আরও নতুন ভ্যাকসিন আসবে।’
রাঙামাটিতে প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতেও মানুষের মধ্যে সচেতনতা নেই। হাট-বাজারগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। অনেকের মুখে মাস্ক নেই। গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন করোনা পজিটিভ হয়েছেন। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৩৩ শতাংশ।
জেলা প্রশাসন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে তিনটি মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।
মোবাইল কোর্ট পরিচালনাকারী নেজারত ডেপুটি কালেক্টর বোরহান উদ্দিন মিঠু বলেন, ‘আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। জরিমানা করে সতর্ক করছি। যাদের মাস্ক কেনার সামর্থ্য নেই, তাদের মাস্ক কিনে দিচ্ছি।’
জানা যায়, রাঙামাটিতে জানুয়ারির ১ তারিখে ১৮ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয় ১ জন। শনাক্তের হার ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ। ৮ জানুয়ারি ২৪ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয় ৬ জন। শনাক্তের হার ছিল ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। ১৬ জানুয়ারি ৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয় ১৫ জন। শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৩ শতাংশ। সব মিলিয়ে রাঙামাটিতে সর্বমোট করোনায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৯৪ জন। এদের মধ্যে মারা যান ৩৪ জন। বর্তমানে জেলায় করোনা রোগী আছেন ১৩০ জন। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ১৭৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৮২০ জন।
এ বিষয়ে রাঙামাটি সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, ‘করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তরা সবাই ঘরে চিকিৎসা নিচ্ছেন। কোনো রোগী হাসপাতালের আইসোলেশনে নেই। ২৫ বেডের করোনা আইসোলেশন সেন্টারে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। করোনায় আক্রান্ত রোগীরা প্রয়োজনে আইসোলেশন সেন্টারে ভর্তি হতে পারবেন। এ ছাড়া করোনা মোকাবিলার জন্য স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। এর পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। আজকে আরও নতুন ভ্যাকসিন আসবে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে