Ajker Patrika

উখিয়ায় ২ রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১০: ৩৮
উখিয়ায় ২ রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আনোয়ার ও মৌলভি ইউনুস নামে দুই মাঝিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা ৬টায় ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।

ফারুক আহমেদ জানান, শনিবার সন্ধ্যায় একদল দুষ্কৃতকারী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মো. আনোয়ার ও সাব মাঝি মৌলভি ইউনুসের ওপর হামলা চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা দুজনকে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৌলভি ইউনুসের মৃত্যু হয়। পরে গুরুতর আহত আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পর্যাপ্তসংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহত আনোয়ার হোসেন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন উখিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত