হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
হোমনায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. সজীব (১৩) নামের এক মাদ্রাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়।
সজীব আলীপুর কাদেরিয়া হাফেজিয়া সুন্নি মাদ্রাসার নূরানি বিভাগের ছাত্র ছিল। সে উপজেলার আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় মাদ্রাসার মোহতামিম মো. ইয়াছিন ও শিক্ষক রুবেলকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে সজীবের মা পারুল আক্তার বলেন, গত শুক্রবার সন্ধ্যায় তিনি ছেলের সঙ্গে কথা বলার জন্য মাদ্রাসার মোহতামিম মো. ইয়াছিনের মোবাইলে ফোন করেন। তখন বলা হয়, সজীব এখন এখানে নেই। কাল শনিবার থেকে মাদ্রাসার ছুটি শুরু। সকালেই সজীব বাড়ি চলে যাবে। কিন্তু ছেলে বাড়ি না ফেরায় তিনি আবার ফোন করেন। তখন বলা হয়, সজীব নাকি বাড়িতে চলে গেছে।
পারুল আক্তার আরও বলেন, ‘এরপর আমি কান্নাকাটি করতে করতে মাদ্রাসায় গিয়ে মোহতামিমকে বলি, তাড়াতাড়ি আমার ছেলেরে আমার কাছে দেন। এর পর থেকে তিনি উল্টাপাল্টা কথা বলা শুরু করেন। পরে আমি থানায় মামলা করার কথা বললে মোহতামিম বাদী হয়ে সজীব নিখোঁজ হয়েছে মর্মে অভিযোগ দেন।’
তিনি বলেন, ‘এরপর মোহতামিম একবার বলেন সজীব সোনারামপুর আছে, আবার বলেন আরেক জায়গায় আছে। তাঁর কথামতো সব জায়গায় খুঁজেও কোথাও পাইনি। পরে আজ সকাল ১০টার দিকে আলীপুর গ্রামের লোকজন জলাশয়ে কচুরিপানার মধ্যে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। আমি আমার ছেলের বিচার চাই, যারা হেরে খুন করছে হেগ সবার ফাঁসি চাই।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন, খবর পেয়ে জলাশয় থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার মোহতামিম মো. ইয়াছিন ও সহকারী শিক্ষক রুবেলকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে জানতে চাইলে হোমনা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মীর মহসিন মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাদ্রাসাছাত্রের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হবে।
হোমনায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. সজীব (১৩) নামের এক মাদ্রাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়।
সজীব আলীপুর কাদেরিয়া হাফেজিয়া সুন্নি মাদ্রাসার নূরানি বিভাগের ছাত্র ছিল। সে উপজেলার আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় মাদ্রাসার মোহতামিম মো. ইয়াছিন ও শিক্ষক রুবেলকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে সজীবের মা পারুল আক্তার বলেন, গত শুক্রবার সন্ধ্যায় তিনি ছেলের সঙ্গে কথা বলার জন্য মাদ্রাসার মোহতামিম মো. ইয়াছিনের মোবাইলে ফোন করেন। তখন বলা হয়, সজীব এখন এখানে নেই। কাল শনিবার থেকে মাদ্রাসার ছুটি শুরু। সকালেই সজীব বাড়ি চলে যাবে। কিন্তু ছেলে বাড়ি না ফেরায় তিনি আবার ফোন করেন। তখন বলা হয়, সজীব নাকি বাড়িতে চলে গেছে।
পারুল আক্তার আরও বলেন, ‘এরপর আমি কান্নাকাটি করতে করতে মাদ্রাসায় গিয়ে মোহতামিমকে বলি, তাড়াতাড়ি আমার ছেলেরে আমার কাছে দেন। এর পর থেকে তিনি উল্টাপাল্টা কথা বলা শুরু করেন। পরে আমি থানায় মামলা করার কথা বললে মোহতামিম বাদী হয়ে সজীব নিখোঁজ হয়েছে মর্মে অভিযোগ দেন।’
তিনি বলেন, ‘এরপর মোহতামিম একবার বলেন সজীব সোনারামপুর আছে, আবার বলেন আরেক জায়গায় আছে। তাঁর কথামতো সব জায়গায় খুঁজেও কোথাও পাইনি। পরে আজ সকাল ১০টার দিকে আলীপুর গ্রামের লোকজন জলাশয়ে কচুরিপানার মধ্যে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। আমি আমার ছেলের বিচার চাই, যারা হেরে খুন করছে হেগ সবার ফাঁসি চাই।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন, খবর পেয়ে জলাশয় থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার মোহতামিম মো. ইয়াছিন ও সহকারী শিক্ষক রুবেলকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে জানতে চাইলে হোমনা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মীর মহসিন মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাদ্রাসাছাত্রের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হবে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের খুলনার শিরোমনি এলাকার কেন্দ্রীয় পণ্যাগারের পুরোনো পণ্য নিলামে টেন্ডারবাজি এবং এর টাকার একাংশ দিয়ে খানজাহান আলী থানা বিএনপির কার্যালয় সংস্কার ও আসবাবপত্র কেনার অভিযোগ উঠেছে। খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ মোল্লা টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণ...
১২ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রায় আড়াই কোটি টাকা প্রাক্কলনে একটি সেতু নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার ছয় মাসও টেকেনি সংযোগ সড়ক। সড়কের সেতু লাগোয়া বড় একটি অংশ খুঁটিসহ ধসে পড়েছে। সড়ক সংকুচিত হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে...
১৮ মিনিট আগেসাধারণ মানুষের টাকায় ‘জনগণের এয়ারলাইন’ গড়ার ঘোষণা দিয়ে ‘পিপলস এয়ার’ নামের একটি নতুন এয়ারলাইনস প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিয়েছেন এক উদ্যোক্তা। তিনি দাবি করছেন, এটি হবে বাংলাদেশের প্রথম ‘ক্রাউড ফান্ডেড’ এয়ারলাইনস। এরই মধ্যে আগ্রহী বিনিয়োগকারীদের নিবন্ধনও শুরু হয়েছে।
২২ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক, হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বহু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এতে আতঙ্ক বিরাজ করছে পদ্মার পাড়ে। অনেকে ঝুঁকিতে থাকা ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
৩৮ মিনিট আগে