Ajker Patrika

হাতিয়ায় লবণবোঝাই ট্রলারডুবি, ৭ মাঝিমাল্লা উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়ায় লবণবোঝাই ট্রলারডুবি, ৭ মাঝিমাল্লা উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে এমভি বাহার নামে একটি লবণবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সুখচর ইউনিয়নের মৌলভি চরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা সাত মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। মাঝিমাল্লাদের সবার বাড়ি কুতুবদিয়া উপজেলায়। 

দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের নাবিক আতিকুল ইসলাম জানান, তাঁরা ৬০০ মণ লবণ নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। লবণ নিয়ে ঝালকাঠি যাওয়ার কথা ছিল তাঁদের। হাতিয়ার পাশ দিয়ে যাওয়ার সময় ডুবো চরে আটক পড়ে জোয়ারের তোড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় ট্রলারে থাকা সাত মাঝিমাল্লা নদীতে ভাসতে থাকেন। ট্রলারটি ডুবে যাওয়ার দৃশ্য হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাটে চলাচলকারী সিট্রাকের লোকজন দেখে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘাট থেকে যাত্রীবাহী স্পিডবোট গিয়ে ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় সাত মাঝিমাল্লাকে উদ্ধার করে চেয়ারম্যান ঘাটে নিয়ে আসে। 

ট্রলারের মাঝি মো. বাদশা বলেন, ট্রলারটি জোয়ারের তোড়ে উল্টে গেলে সবাই যে যার মতো ভাসমান জিনিসপত্র নিয়ে নদীতে ঝাঁপ দেন। একপর্যায়ে ভাসতে ভাসতে উত্তর দিকে চলে গেলে একটি স্পিডবোট এসে তাঁদের সবাইকে উদ্ধার করে। তবে ট্রলারটি জোয়ারের তোড়ে সম্পূর্ণ ডুবে যাওয়ায় তা আর উদ্ধার করা সম্ভব হবে না। 

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, ‘ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ার পরপরই সিট্রাকের মাস্টার মোবাইলে আমাকে বিষয়টি জানান। পরে স্থানীয়ভাবে স্পিডবোট পাঠিয়ে মাঝিমাল্লাদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাঝিমাল্লাদের সঙ্গে মোবাইলে কথা হয়েছে। তাঁরা সবাই সুস্থ আছেন। তাঁদের মধ্যে কেউ নিখোঁজ নেই।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত