Ajker Patrika

বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কেন্দ্র, বাঘাইছড়িতে এইচএসসি পরীক্ষা স্থগিত

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১০: ০৭
বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কেন্দ্র, বাঘাইছড়িতে এইচএসসি পরীক্ষা স্থগিত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পানির উজান ঢলে চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্রসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় আজকের (বৃহস্পতিবার) ইংরেজি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। 

তিনি বলেন, ‘বাঘাইছড়িতে কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার কাচালং সরকারি কলেজ বন্যার পানিতে তলিয়ে গেছে। কাচালং সরকারি কলেজ এইচএসসি পরীক্ষার কেন্দ্র। পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের বাড়িঘর পানিতে ডুবে থাকায় তাদের কথা বিবেচনা করে বৃহস্পতিবারের ইংরেজি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।’ 

ইউএনও শিরীন আক্তার আরও বলেন, ‘যদি শুক্রবার ও শনিবারের মধ্যে ঢলের পানি সরে যায়, তাহলে যথারীতি রোববার পরীক্ষা হবে। তবে বাঘাইছড়ি উপজেলা সিজক কলেজ কেন্দ্রের পরীক্ষা যথারীতি চলবে।’ 

কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, কাচালং সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী ৪৬৮ জন এবং স্নাতক দ্বিতীয় বর্ষের ১৭৪ জন শিক্ষার্থী। 

উল্লেখ্য, গত শনিবার থেকে টানা বর্ষণে বাঘাইছড়ি উপজেলার পৌরসভাসহ ৮ ইউনিয়নের ৩২টি গ্রামের চার হাজার মানুষ পানিবন্দী রয়েছে। গত মঙ্গলবার প্রায় ৩ থেকে ৫ ফুট পানি মাড়িয়ে পরীক্ষায় অংশ নেয় এইচএসসি পরীক্ষার্থীরা। 

বুধবার একইভাবে স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা নৌকায় করে পার হয়ে পরীক্ষা দিতে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

কফিশপে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে, থানায় জিজ্ঞাসাবাদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত