Ajker Patrika

নোয়াখালীতে অটোরিকশায় কলেজছাত্রীকে হেনস্তা-ছিনতাই, গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি
কলেজছাত্রীকে হেনস্তা ও ছিনতাইয়ের ঘটনায় আটক ২। ছবি: সংগৃহীত
কলেজছাত্রীকে হেনস্তা ও ছিনতাইয়ের ঘটনায় আটক ২। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীকে অটোরিকশায় হেনস্তা ও চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজিরপুর এলাকার রবিন (২০) ও আলাইয়াপুর ইউনিয়নের আরাফাত হোসেন অন্তর (২৩)। আজ দুপুরে উপজেলার চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত বুধবার নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ইফতার মাহফিল শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে মাইজদীর বাসায় যাচ্ছিলেন ওই ছাত্রী। পথে অটোরিকশায় থাকা পাঁচজন পুরুষ ওই ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা করেন এবং তাঁর চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে দেন। এ সময় তাঁরা ওই ছাত্রীর ব্যাগ থেকে টাকা, একটি এটিএম কার্ড ও মোবাইল ফোন নিয়ে যান। মোবাইল ও বিকাশের পাসওয়ার্ড দিতে বাধ্য করে ছাত্রীকে পরে সিএনজিটি কলেজ গেট থেকে একলাশপুর বাজার পর্যন্ত ঘোরাতে থাকেন। পরে তাঁকে একলাশপুর বাজারের উত্তর পাশের একটি নির্জন স্থানে নামিয়ে দেন। এ সময় ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত