নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রাজধানীর বংশাল থানায় পুলিশের হেফাজতে একজন বডি বিল্ডারের মৃত্যু প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘পুলিশের হেফাজতে যে মৃত্যুগুলো হয়ে থাকে, এটার একটা প্রটোকল আছে। সেটা আমরা অনুসরণ করি। কাউকে ছাড় দেওয়ার কোনো নীতি আমরা অবলম্বন করি না। যে-ই দায়ী থাকবে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আজ রোববার সকালে নগরের কর্ণফুলী থানা এলাকার ডাঙ্গার চর নৌ তদন্তকেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘এ ধরনের ঘটনা সংঘটিত হলে একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল ও ময়নাতদন্ত করা হয়ে থাকে। ডাক্তারের মতামত, তদন্ত, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে যে তথ্য বেরিয়ে আসে, সেই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এখান থেকে বিচ্যুতি হওয়ার কোনো সুযোগ নেই।’
পুলিশ প্রধান বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। সরকারি যে বিধিবিধান রয়েছে, তার যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে আমরা এই বাহিনীর শৃঙ্খলা বজায় রাখছি। আমাদের সদস্যরা নিজেদের দায়িত্ব সুশৃঙ্খল পেশাদারত্বের সঙ্গে যথাযথভাবে পালন করছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’
তিনি বলেন, ‘পেশাদারত্বের দিক থেকে আমরা এক ঈর্ষণীয় পর্যায়ে অবস্থান করছি। বর্তমানে প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে যে চাহিদা তৈরি হচ্ছে, এই বাহিনীর পেশাদারত্বের জ্ঞান বৃদ্ধি ও উন্নতির জন্য সরকার আমাদের প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে। আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রেখেছি।’
মিয়ানমার সীমান্তে পরিস্থিতির বিষয়ে আইজিপি বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবি কাজ করছে। বিজিবির সঙ্গে সমন্বয় করে পুলিশও কাজ করছে। বিজিবি আমাদের কাছে সহযোগিতা চাইলে, আমরা সব ধরনের সহযোগিতা করতে বাধ্য।’
নৌ-তদন্ত কেন্দ্রের বিষয়ে পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে বন্দর আছে। সে জন্য বন্দর থানার পাশাপাশি বন্দর ডিভিশন আছে। শুধু বন্দরের নিরাপত্তা নিশ্চিত করবে তা নয়, বন্দর এলাকার নিরাপত্তার জন্য সিএমপির সঙ্গে এই ইউনিটের (নৌ পুলিশ) সমন্বয় থাকা দরকার। আমি মনে করি, নদীর নিরাপত্তার জন্য এই নৌ-তদন্ত কেন্দ্র ও নৌ-পুলিশ ফলপ্রসূভাবে কাজ করবে।’
এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা ও অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ এস এম মাহাতাব উদ্দিন, উপকমিশনার এস এম মোস্তাইন হোসেন, উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা, উপকমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) প্রমুখ উপস্থিত ছিলেন।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে নৌ পুলিশ প্রতিষ্ঠার পর বন্দর কর্তৃপক্ষ একটি তদন্তকেন্দ্র প্রতিষ্ঠার জন্য ডাঙ্গারচরে নদীর কাছে জায়গা বরাদ্দ দেয়। সেখানে দোতলা ভবন নির্মাণ করা হয়েছে। কর্ণফুলী শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী নদীর মোহনা পর্যন্ত এলাকায় দস্যুতা, চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করবে সিএমপি। নৌ তদন্তকেন্দ্র তাঁদের আওতায় থাকা এলাকায় টহলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।
রাজধানীর বংশাল থানায় পুলিশের হেফাজতে একজন বডি বিল্ডারের মৃত্যু প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘পুলিশের হেফাজতে যে মৃত্যুগুলো হয়ে থাকে, এটার একটা প্রটোকল আছে। সেটা আমরা অনুসরণ করি। কাউকে ছাড় দেওয়ার কোনো নীতি আমরা অবলম্বন করি না। যে-ই দায়ী থাকবে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আজ রোববার সকালে নগরের কর্ণফুলী থানা এলাকার ডাঙ্গার চর নৌ তদন্তকেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘এ ধরনের ঘটনা সংঘটিত হলে একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল ও ময়নাতদন্ত করা হয়ে থাকে। ডাক্তারের মতামত, তদন্ত, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে যে তথ্য বেরিয়ে আসে, সেই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এখান থেকে বিচ্যুতি হওয়ার কোনো সুযোগ নেই।’
পুলিশ প্রধান বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। সরকারি যে বিধিবিধান রয়েছে, তার যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে আমরা এই বাহিনীর শৃঙ্খলা বজায় রাখছি। আমাদের সদস্যরা নিজেদের দায়িত্ব সুশৃঙ্খল পেশাদারত্বের সঙ্গে যথাযথভাবে পালন করছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’
তিনি বলেন, ‘পেশাদারত্বের দিক থেকে আমরা এক ঈর্ষণীয় পর্যায়ে অবস্থান করছি। বর্তমানে প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে যে চাহিদা তৈরি হচ্ছে, এই বাহিনীর পেশাদারত্বের জ্ঞান বৃদ্ধি ও উন্নতির জন্য সরকার আমাদের প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে। আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রেখেছি।’
মিয়ানমার সীমান্তে পরিস্থিতির বিষয়ে আইজিপি বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবি কাজ করছে। বিজিবির সঙ্গে সমন্বয় করে পুলিশও কাজ করছে। বিজিবি আমাদের কাছে সহযোগিতা চাইলে, আমরা সব ধরনের সহযোগিতা করতে বাধ্য।’
নৌ-তদন্ত কেন্দ্রের বিষয়ে পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে বন্দর আছে। সে জন্য বন্দর থানার পাশাপাশি বন্দর ডিভিশন আছে। শুধু বন্দরের নিরাপত্তা নিশ্চিত করবে তা নয়, বন্দর এলাকার নিরাপত্তার জন্য সিএমপির সঙ্গে এই ইউনিটের (নৌ পুলিশ) সমন্বয় থাকা দরকার। আমি মনে করি, নদীর নিরাপত্তার জন্য এই নৌ-তদন্ত কেন্দ্র ও নৌ-পুলিশ ফলপ্রসূভাবে কাজ করবে।’
এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা ও অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ এস এম মাহাতাব উদ্দিন, উপকমিশনার এস এম মোস্তাইন হোসেন, উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা, উপকমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) প্রমুখ উপস্থিত ছিলেন।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে নৌ পুলিশ প্রতিষ্ঠার পর বন্দর কর্তৃপক্ষ একটি তদন্তকেন্দ্র প্রতিষ্ঠার জন্য ডাঙ্গারচরে নদীর কাছে জায়গা বরাদ্দ দেয়। সেখানে দোতলা ভবন নির্মাণ করা হয়েছে। কর্ণফুলী শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী নদীর মোহনা পর্যন্ত এলাকায় দস্যুতা, চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করবে সিএমপি। নৌ তদন্তকেন্দ্র তাঁদের আওতায় থাকা এলাকায় টহলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।
নোয়াখালীর সুবর্ণচরে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত মৎস্য খামার। মাছ চাষের পাশাপাশি একই স্থানে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে বেশ ভালো লাভ করছেন খামারিরা। তবে অর্থনৈতিক সুবিধার আড়ালে স্বাস্থ্য ও পরিবেশের জন্য এক অদৃশ্য হুমকি হয়ে উঠেছে সমন্বিত এ খামারপদ্ধতি।
২ ঘণ্টা আগেবিশাল সেতু। তারই দুই পাশে পাড় দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। কেউ নির্মাণ করছে বাড়ি। কেউ কেউ নির্মাণ করছে দোকানপাট। এ ছাড়া মাটি কেটে নিজেদের ইচ্ছামাফিক সীমানা তৈরি করে সেতুর জমি ভোগদখল করছে। স্থাপনা নির্মাণের জন্য কেউ কেউ সেতুর সিসি ব্লকও কেটে ফেলেছে।
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছিলেন জান মোহাম্মদ। এই প্রতিষ্ঠানের খাদ্য পরিদর্শক ও সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন। এই দুজনের নেতৃত্বে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে জান মোহাম্মদকে বদলি করা হয়েছে। তবে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে...
২ ঘণ্টা আগেফুটে আছে জারুল, কৃষ্ণচূড়া, হিজল, সোনালু, বন বেলি। দিনে ক্যাম্পাসজুড়ে এমন ফুল চোখে পড়ছে। আর রাতে আলোর রোশনাই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে আলোর ঝলকানি। প্রতিটি ভবনে করা হয়েছে লাল-নীল রঙের আলোকসজ্জা। এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।
২ ঘণ্টা আগে