Ajker Patrika

নোয়াখালী কারাগারের দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২৫, ১৮: ১০
নোয়াখালী কারাগারের দেয়াল টপকে পালানোর চেষ্টা আসামির। ছবি: সংগৃহীত
নোয়াখালী কারাগারের দেয়াল টপকে পালানোর চেষ্টা আসামির। ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলা কারাগারের দেয়াল টপকে মো. তামিম (১৯) নামের এক হাজতি পালানোর চেষ্টা করেছেন। পরে কারা কর্তৃপক্ষ ও কারারক্ষীদের সহযোগিতায় পুনরায় তাঁকে আটক করা হয়। এ সময় একজন কারা কর্মকর্তা ও দুজন কারারক্ষী আহত হয়েছেন।

আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে নোয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে। আসামি তামিম জেলার সদর উপজেলার মনপুর এলাকার শেখ মজিবের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে আদালত থেকে আসামি তামিমকে কারাগারে আনা হয়। এর আগে সুধারাম মডেল থানা থেকে তাঁকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়। কারাগারে আসার পর তাঁকে নতুন বন্দী হিসেবে আমদানি কক্ষে রাখা হয়েছিল। বুধবার দুপুরে ওই ওয়ার্ড থেকে কারাগারের বাউন্ডারি দেয়ালে উঠে পড়েন বন্দী তামিম। এ সময় দেয়ালের ওপর দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে বিষয়টি টের পেয়ে কারারক্ষীরা কর্মকর্তা ও স্থানীয়দের সহযোগিতায় তাঁকে পুনরায় আটক করেন। বর্তমানে তাঁকে কারাগারে রাখা হয়েছে।

নোয়াখালী কারাগারের ডেপুটি জেলার সৈয়দ মো. জাবেদ হোসেন বলেন, ‘তামিম মানসিকভাবে অসুস্থ। পুনরায় আটকের পর সে আমাদের জানিয়েছে, তার মায়ের স্ট্রোক হয়েছে। সে তার মাকে দেখতে বের হওয়ার চেষ্টা করেছিল। মাকে দেখে সে আবার কারাগারে চলে আসত। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

৫ ভারতীয় পাইলটকে বন্দী করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত