Ajker Patrika

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২২, ১৬: ০০
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর হাতে সালাউদ্দিন পারভেজ (৩৭) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গত সোমবার দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন ক্যাপ প্রদেশের ইউগি শহরের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা তাঁকে উপর্যুপরি গুলি চালিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই নজরুল হাসান বুলু। 

নিহত ব্যবসায়ী পারভেজ নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের দক্ষিণ সাহাপুর গ্রামের কাবিল মিয়াবাড়ির বীর মুক্তিযোদ্ধা নুরনবী মিয়ার ছেলে।
 
আজ শুক্রবার দুপুরে নিহতের চাচাতো ভাই নজরুল হাসান বুলু আজকের পত্রিকাকে বলেন, স্বজনদের সহযোগিতায় সে দেশের সব প্রক্রিয়া শেষে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এমিরেটস ৫৮৬ এয়ারলাইনসে ব্যবসায়ী বুলুর মরদেহ দেশে পৌঁছাবে। মরদেহ গ্রহণ করবেন তাঁর বাবা মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়াসহ স্বজনেরা। আগামীকাল শনিবার বেলা ১১টায় নিজ বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে। 

নজরুল হাসান আরও বলেন, পারভেজ ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সাউথ আফ্রিকার ইস্টার্ন ক্যাপ প্রদেশে ছয়-সাতটি সুপারশপ ছিল তাঁর। দীর্ঘদিন ধরে সন্ত্রাসীরা চাহিদামতো চাঁদার জন্য মরিয়া হয়ে ওঠে। গত সোমবার ৩০ রমজানের ইফতারের আগমুহূর্তে তাঁকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

পরিবার সূত্রে জানা যায়, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে পারভেজ তৃতীয়। তাঁর তিন বছরের একটি শিশুসন্তান রয়েছে। স্ত্রী বর্তমানেও অন্তঃসত্ত্বা। সালাউদ্দিন পারভেজ সর্বশেষ দেশের বাড়িতে দুই মাস ছুটি কাটিয়ে গত ২ মার্চ আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত