Ajker Patrika

শাহরাস্তিতে ১ যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)
শাহরাস্তিতে ১ যুবকের মরদেহ উদ্ধার

শাহরাস্তিতে বেলায়েত হোসেন রিপন (৩৫) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে হত্যা করে তাঁকে ফেলে গেছে।

বেলায়েত হোসেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মৃত মৌলভি মকসুদ আলীর পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় গঙ্গারামপুর গ্রামের খোকনের স্ত্রী কানন বেগম (৪০) মাঠে ছাগল চরাতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। তাঁর ডাকে স্থানীয়রা এসে রিপনের মরদেহ বলে শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের ফুপাতো ভাই মো. আবুল কালাম জানান, রিপন একজন কৃষক। সে মৌসুমে মাটি ও চামড়ার ব্যবসা করে। ঘটনার আগের রাতে সে বাড়ি ফেরেনি। এর আগে রাত ৮টায় স্থানীয় লোকজন তাঁকে পাড়ার চায়ের দোকানে দেখেছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, নিহতের গলায় রশি বা কাপড় দিয়ে শ্বাস রোধ করা হয়েছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে মরদেহটি টেনে ঘটনাস্থলে এনে ফেলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত