Ajker Patrika

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে: স্থানীয় সরকারমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৭: ২০
Thumbnail image

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘গার্মেন্ট শিল্পে আমরা দ্বিতীয় রপ্তানিকারক দেশ। পোশাকশিল্প যখন আমাদের অর্থনৈতিক ও কর্মসংস্থানের নেতৃত্ব দেয়, তখন গণতন্ত্রের কথা বলে এটাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে।’

আজ সোমবার দুপুরে কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ও লাকসাম উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

সমবায়মন্ত্রী এ সময় প্রশ্ন রেখে বলেন, ‘আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি খাওয়ার যন্ত্রণা থেকে বাঁচার জন্য, বিদ্যুতের জন্য, রাস্তার জন্য, যোগাযোগব্যবস্থার উন্নতির জন্য, নিরাপত্তার জন্য। এ সবকিছুই আজ নিশ্চিত করা হয়েছে। তাহলে আপনার আন্দোলন কিসের জন্য?’

নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর (মেজর) মিতা সফিনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব খলিল আহমদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার, কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান, ওয়াকফ প্রশাসক মো. গিয়াস ও লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ভূঁইয়া।

অনুষ্ঠানে মন্ত্রী উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত ভবন উদ্বোধন ও তিনটি প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠান শেষে তিনি কলেজসংলগ্ন নওয়াব ফয়জুন্নেছার বাড়ির জাদুঘর উদ্বোধন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত