নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে শিক্ষকের ভুলে সব পরীক্ষার্থীর এসএসসি (ভকেশনাল) পরীক্ষার ফলাফল স্থগিতের কারণে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। উপজেলার বিজবাগ নবকৃষ্ণ উচ্চবিদ্যালয়ে আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা স্থগিত ফলাফল শিগগিরই প্রকাশের আশ্বাস দিলে তালা খুলে দেয় শিক্ষার্থীরা।
নবকৃষ্ণ উচ্চবিদ্যালয়ের বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ফলপ্রার্থী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয় থেকে
৪৩ জন এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নেয়। ২০২০ সালে সেনবাগ উপজেলার বিজবাগ নবকৃষ্ণ উচ্চবিদ্যালয়ের ভকেশনাল শাখার নবম শ্রেণিতে তারা ভর্তি হয়। সে বছর বর্ষ সমাপনী পরীক্ষায় ১৪ বিষয়ে তারা অ্যাসাইনমেন্টের খাতা জমা দিয়েছিল। কিন্তু ভুলবশত বিদ্যালয় থেকে শিক্ষা বোর্ডে ১৩ বিষয়ের নম্বর পাঠানো হয়েছে। এ কারণে বোর্ড থেকে এ বছর এই ৪৩ শিক্ষার্থীর ফলাফল স্থগিত রাখা হয়।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সোমবার দুপুর ১২টার দিকে এসএসসি ফলাফল ঘোষণার হয়। কিন্তু ভকেশনাল শাখার ফলাফল না দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। বেলা ১টার দিকে শিক্ষার্থীরা পাশের বাজার থেকে তালা কিনে এনে বিদ্যালয়ের শিক্ষকদের অফিসকক্ষের দরজায় ও ফটকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফলাফলে দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। এতে বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকা কক্ষের ভেতর অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা স্থগিত ফলাফল শিগগিরই প্রকাশের আশ্বাস দিলে বিকেল ৫টার দিকে তালা খুলে দেয় শিক্ষার্থীরা।
এ নিয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু ফোন বন্ধ থাকায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
এ নিয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, ‘এসএসসি ভকেশনাল শাখা চালু হয়েছিল ২০২০ সালে। ওই বছরই প্রথম ব্যাচের নবম শ্রেণির শিক্ষার্থীদের ১৪ বিষয়ের অ্যাসাইনমেন্টের মধ্যে ১৩ বিষয়ের অ্যাসাইনমেন্টের নম্বর বোর্ডে পাঠানো হয়। বাকি এক বিষয়ের নম্বর না পাঠানোর কারণে বোর্ড থেকে ফলাফল স্থগিত করা হয়েছে।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার বলেন, ‘এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমার আজও পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা হয়েছে। এক-দুই মাসের মধ্যে এই সমস্যার সমাধান হবে আশা করছি। এতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে ভর্তি হতেও কোনো সমস্যা হবে না। শিক্ষার্থী এবং অভিভাবকদের এ বিষয়ে আগেও একাধিকবার জানানো হয়েছে।
অন্যদের ফলাফল প্রকাশিত হতে দেখে মন খারাপ করে শিক্ষার্থীরা বিদ্যালয়ে তালা দিয়েছে। বিকেল ৫টার দিকে তালা খুলে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
নোয়াখালীর সেনবাগে শিক্ষকের ভুলে সব পরীক্ষার্থীর এসএসসি (ভকেশনাল) পরীক্ষার ফলাফল স্থগিতের কারণে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। উপজেলার বিজবাগ নবকৃষ্ণ উচ্চবিদ্যালয়ে আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা স্থগিত ফলাফল শিগগিরই প্রকাশের আশ্বাস দিলে তালা খুলে দেয় শিক্ষার্থীরা।
নবকৃষ্ণ উচ্চবিদ্যালয়ের বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ফলপ্রার্থী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয় থেকে
৪৩ জন এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নেয়। ২০২০ সালে সেনবাগ উপজেলার বিজবাগ নবকৃষ্ণ উচ্চবিদ্যালয়ের ভকেশনাল শাখার নবম শ্রেণিতে তারা ভর্তি হয়। সে বছর বর্ষ সমাপনী পরীক্ষায় ১৪ বিষয়ে তারা অ্যাসাইনমেন্টের খাতা জমা দিয়েছিল। কিন্তু ভুলবশত বিদ্যালয় থেকে শিক্ষা বোর্ডে ১৩ বিষয়ের নম্বর পাঠানো হয়েছে। এ কারণে বোর্ড থেকে এ বছর এই ৪৩ শিক্ষার্থীর ফলাফল স্থগিত রাখা হয়।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সোমবার দুপুর ১২টার দিকে এসএসসি ফলাফল ঘোষণার হয়। কিন্তু ভকেশনাল শাখার ফলাফল না দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। বেলা ১টার দিকে শিক্ষার্থীরা পাশের বাজার থেকে তালা কিনে এনে বিদ্যালয়ের শিক্ষকদের অফিসকক্ষের দরজায় ও ফটকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফলাফলে দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। এতে বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকা কক্ষের ভেতর অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা স্থগিত ফলাফল শিগগিরই প্রকাশের আশ্বাস দিলে বিকেল ৫টার দিকে তালা খুলে দেয় শিক্ষার্থীরা।
এ নিয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু ফোন বন্ধ থাকায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
এ নিয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, ‘এসএসসি ভকেশনাল শাখা চালু হয়েছিল ২০২০ সালে। ওই বছরই প্রথম ব্যাচের নবম শ্রেণির শিক্ষার্থীদের ১৪ বিষয়ের অ্যাসাইনমেন্টের মধ্যে ১৩ বিষয়ের অ্যাসাইনমেন্টের নম্বর বোর্ডে পাঠানো হয়। বাকি এক বিষয়ের নম্বর না পাঠানোর কারণে বোর্ড থেকে ফলাফল স্থগিত করা হয়েছে।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার বলেন, ‘এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমার আজও পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা হয়েছে। এক-দুই মাসের মধ্যে এই সমস্যার সমাধান হবে আশা করছি। এতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে ভর্তি হতেও কোনো সমস্যা হবে না। শিক্ষার্থী এবং অভিভাবকদের এ বিষয়ে আগেও একাধিকবার জানানো হয়েছে।
অন্যদের ফলাফল প্রকাশিত হতে দেখে মন খারাপ করে শিক্ষার্থীরা বিদ্যালয়ে তালা দিয়েছে। বিকেল ৫টার দিকে তালা খুলে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
৩ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
৩ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনকালে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে