লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
পার্বত্য রাঙামাটির লংগদুতে পরীক্ষামূলকভাবে বিদেশি ফল রামবুটান চাষ করে সফল হয়েছেন নাজমুল হোসেন নামের এক যুবক। তিনি ইউটিউব দেখে ৩২টি চারা সংগ্রহ করেন। এরপর সেগুলো রোপণ করেন। এখন তাঁর অধিকাংশ গাছে ফল ধরেছে।
নাজমুল হোসেনের বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের মহাজনপাড়া এলাকায়। তিনি নিজের বাড়িতে পরীক্ষামূলকভাবে ৩২টি বিদেশি ফল রামবুটানের চারা রোপণ করেন।
নাজমুল জানান, প্রায় আড়াই বছর আগে ইউটিউব দেখে রামবুটান গাছের চারার খোঁজ করে নরসিংদীর শিবপুরে সংগ্রহ করতে হয়েছিল। সেখান থেকে প্রতিটি চারা তিন হাজার টাকা দরে কিনে আনেন তিনি। পরবর্তীতে ইউটিউব দেখেই চারা রোপণ থেকে শুরু করে পরিচর্যা করেন।
এখন পর্যন্ত রামবুটান চাষে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়েছে। ফলটির বাজার মূল্যও যথেষ্ট ভালো। এখন বাণিজ্যিকভাবে চাষ করে সফল হতে চান বলে জানান তরুণ কৃষক নাজমুল।
নাজমুল বলেন, ‘ফলটি নতুন হওয়ায় এখনো মানুষের কাছে পরিচিত হয়নি। এরপরেও যথেষ্ট চাহিদা রয়েছে, বর্তমানে প্রতি কেজি রামবুটান এক হাজার টাকা দরে বাজারে বিক্রি করতে পারছি।’
স্থানীয় লোকজন বলেন, নাজমুলের চাষ করা রামবুটান ফল দেখতে অনেকে ভিড় করেন তাঁর বাড়িতে। তাঁর চাষাবাদে সফলতা দেখে অনেকে রামবুটান চাষ করার পরিকল্পনা নিচ্ছেন।
নাজমুলকে সহযোগিতার আশ্বাস দিয়ে লংগদু উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘পাহাড়ে এই প্রথম রামবুটান চাষে সাড়া ফেলেছেন তরুণ কৃষক নাজমুল। যেহেতু বিদেশি ফল চাষে পরীক্ষামূলকভাবে তিনি সফল হয়েছেন। এটাকে বাণিজ্যিকভাবে সফল করতে আমাদের পক্ষ হতে যতরকমের সহযোগিতা করা দরকার তা আমরা করে যাব।’
পার্বত্য রাঙামাটির লংগদুতে পরীক্ষামূলকভাবে বিদেশি ফল রামবুটান চাষ করে সফল হয়েছেন নাজমুল হোসেন নামের এক যুবক। তিনি ইউটিউব দেখে ৩২টি চারা সংগ্রহ করেন। এরপর সেগুলো রোপণ করেন। এখন তাঁর অধিকাংশ গাছে ফল ধরেছে।
নাজমুল হোসেনের বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের মহাজনপাড়া এলাকায়। তিনি নিজের বাড়িতে পরীক্ষামূলকভাবে ৩২টি বিদেশি ফল রামবুটানের চারা রোপণ করেন।
নাজমুল জানান, প্রায় আড়াই বছর আগে ইউটিউব দেখে রামবুটান গাছের চারার খোঁজ করে নরসিংদীর শিবপুরে সংগ্রহ করতে হয়েছিল। সেখান থেকে প্রতিটি চারা তিন হাজার টাকা দরে কিনে আনেন তিনি। পরবর্তীতে ইউটিউব দেখেই চারা রোপণ থেকে শুরু করে পরিচর্যা করেন।
এখন পর্যন্ত রামবুটান চাষে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়েছে। ফলটির বাজার মূল্যও যথেষ্ট ভালো। এখন বাণিজ্যিকভাবে চাষ করে সফল হতে চান বলে জানান তরুণ কৃষক নাজমুল।
নাজমুল বলেন, ‘ফলটি নতুন হওয়ায় এখনো মানুষের কাছে পরিচিত হয়নি। এরপরেও যথেষ্ট চাহিদা রয়েছে, বর্তমানে প্রতি কেজি রামবুটান এক হাজার টাকা দরে বাজারে বিক্রি করতে পারছি।’
স্থানীয় লোকজন বলেন, নাজমুলের চাষ করা রামবুটান ফল দেখতে অনেকে ভিড় করেন তাঁর বাড়িতে। তাঁর চাষাবাদে সফলতা দেখে অনেকে রামবুটান চাষ করার পরিকল্পনা নিচ্ছেন।
নাজমুলকে সহযোগিতার আশ্বাস দিয়ে লংগদু উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘পাহাড়ে এই প্রথম রামবুটান চাষে সাড়া ফেলেছেন তরুণ কৃষক নাজমুল। যেহেতু বিদেশি ফল চাষে পরীক্ষামূলকভাবে তিনি সফল হয়েছেন। এটাকে বাণিজ্যিকভাবে সফল করতে আমাদের পক্ষ হতে যতরকমের সহযোগিতা করা দরকার তা আমরা করে যাব।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে