পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরামে দাফনের ২৪ দিন পর আদালতের নির্দেশে নিহত নুর মোহাম্মদের (৩৫) মরদেহ কবর থেকে তোলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলমের উপস্থিতিতে মরদেহ কবর থেকে তোলা হয়। মৃত নুর মোহাম্মদ উপজেলার দক্ষিণ গুথুমা গ্রামের আমান উল্যাহ ছেলে।
জানা গেছে, গত ২৭ মার্চ পার্শ্ববর্তী ইউনিয়ন আমজাদ হাটের ধর্মপুর গ্রামে দুলাল মিয়ার বাড়ির গাছ কাটার সময় গাছ থেকে পড়ে নুর মোহাম্মদ গুরুতর আহত হন। এ সময় তাঁর কোমরসহ শরীরের একাধিক স্থানের হাড় ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁর পরিবারের লোকজন আহত নুর মোহাম্মদকে চাঁদপুরের একটি কবিরাজি চিকিৎসালয় নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ মার্চ সন্ধ্যায় মারা যান তিনি। এর পরদিন ২৯ মার্চ ময়নাতদন্ত ছাড়াই নুর মোহাম্মদের গ্রামে জানাজা শেষে দক্ষিণ গুথুমা শান্তি কলোনিতে মরদেহ দাফন করা হয়।
দুই দিন পর ৩১ মার্চ নুর মোহাম্মদকে (৩৫) পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩০২ ধারায় মামলা দায়ের করেছেন নিহতের শ্যালক নুর হোসেন (৪০)। মামলায় গাছের মালিক ও স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মো. দুলাল মিয়াকে (৫০) আসামি করা হয়েছে। দুলাল মিয়া উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামের জলকু মজুমদারের ছেলে। আদালতের বিচারক ফাতেমাতুজ জোহরা মুনা অভিযোগটি আমলে নিয়ে থানাকে এফআইআর ভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, পূর্বশত্রুতার জেরে দুলাল পরিকল্পিতভাবে রশি টেনে গাছ থেকে নিচে ফেলে দিয়ে নুর মোহাম্মদকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে মৃত নুর মোহাম্মদের বাবা আমান উল্যাহ অভিযোগ করে বলেন, দুলালের সঙ্গে আমার ছেলের ঝগড়া হয়েছিল। এরই জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুর ভূঁইয়া বলেন, আদালতের নির্দেশে নুর মোহাম্মদের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। মরদেহ তোলার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও এলাকার বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আজ দুপুরে নুর মোহাম্মদের মরদেহ কবর থেকে তোলা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মরদেহ তোলার সময় উপস্থিত ছিলেন-ফুলগাজী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান, পরশুরাম মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুর রহমান, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর ভূঁইয়া ও স্থানীয় ইউপি সদস্য সরোয়ারুল করিম চৌধুরী।
ফেনীর পরশুরামে দাফনের ২৪ দিন পর আদালতের নির্দেশে নিহত নুর মোহাম্মদের (৩৫) মরদেহ কবর থেকে তোলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলমের উপস্থিতিতে মরদেহ কবর থেকে তোলা হয়। মৃত নুর মোহাম্মদ উপজেলার দক্ষিণ গুথুমা গ্রামের আমান উল্যাহ ছেলে।
জানা গেছে, গত ২৭ মার্চ পার্শ্ববর্তী ইউনিয়ন আমজাদ হাটের ধর্মপুর গ্রামে দুলাল মিয়ার বাড়ির গাছ কাটার সময় গাছ থেকে পড়ে নুর মোহাম্মদ গুরুতর আহত হন। এ সময় তাঁর কোমরসহ শরীরের একাধিক স্থানের হাড় ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁর পরিবারের লোকজন আহত নুর মোহাম্মদকে চাঁদপুরের একটি কবিরাজি চিকিৎসালয় নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ মার্চ সন্ধ্যায় মারা যান তিনি। এর পরদিন ২৯ মার্চ ময়নাতদন্ত ছাড়াই নুর মোহাম্মদের গ্রামে জানাজা শেষে দক্ষিণ গুথুমা শান্তি কলোনিতে মরদেহ দাফন করা হয়।
দুই দিন পর ৩১ মার্চ নুর মোহাম্মদকে (৩৫) পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩০২ ধারায় মামলা দায়ের করেছেন নিহতের শ্যালক নুর হোসেন (৪০)। মামলায় গাছের মালিক ও স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মো. দুলাল মিয়াকে (৫০) আসামি করা হয়েছে। দুলাল মিয়া উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামের জলকু মজুমদারের ছেলে। আদালতের বিচারক ফাতেমাতুজ জোহরা মুনা অভিযোগটি আমলে নিয়ে থানাকে এফআইআর ভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, পূর্বশত্রুতার জেরে দুলাল পরিকল্পিতভাবে রশি টেনে গাছ থেকে নিচে ফেলে দিয়ে নুর মোহাম্মদকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে মৃত নুর মোহাম্মদের বাবা আমান উল্যাহ অভিযোগ করে বলেন, দুলালের সঙ্গে আমার ছেলের ঝগড়া হয়েছিল। এরই জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুর ভূঁইয়া বলেন, আদালতের নির্দেশে নুর মোহাম্মদের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। মরদেহ তোলার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও এলাকার বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আজ দুপুরে নুর মোহাম্মদের মরদেহ কবর থেকে তোলা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মরদেহ তোলার সময় উপস্থিত ছিলেন-ফুলগাজী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান, পরশুরাম মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুর রহমান, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর ভূঁইয়া ও স্থানীয় ইউপি সদস্য সরোয়ারুল করিম চৌধুরী।
সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লাইব্রেরিতে ঢুকে পড়েছে। আজ সোমবার (১২ মে) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কে কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন।
৫ মিনিট আগেজমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্কুলশিক্ষার্থী জান্নাতিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মেয়েকে হত্যার অভিযোগে গতকাল রোববার (১১ মে) জান্নাতির বাবা জাহেদুলকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা–পুলিশ। একই সঙ্গে জান্নাতির মা মোর্শেদা ও বড় চাচি কোহিনুর বেগমকে আটক করা হয়েছে।
১১ মিনিট আগেরাজধানীর শেওড়াপাড়ায় দুই বোন হত্যার ঘটনায় গ্রেপ্তার কিশোর (১৪) নিহত মরিয়ম বেগম ও সুফিয়া বেগমের আপন ছোট বোনের ছেলে বলে জানিয়েছে ডিবি। খালার বাড়িতে গিয়ে সাইকেল কেনার জন্য সে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে। চুরির বিষয়টি তার মা-বাবাকে জানাতে চাইলে তখন দুই খালাকে হত্যা করে সে।
২৪ মিনিট আগেদেড় লাখ টাকায় বিক্রি করা ফরিদপুরের সেই শিশু তানহাকে (১৪ মাস) মা পপি বেগমের জিম্মায় দিয়েছেন আদালত। আদালত পরবর্তী শুনানি (২ জুন) পর্যন্ত শিশুটি মায়ের জিম্মায় রাখার নির্দেশ দেন। আজ সোমবার ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বির আদালত এই আদেশ দেন।
৩০ মিনিট আগে