Ajker Patrika

নিয়ন্ত্রণ হারিয়ে বালুর ট্রাক ঢুকে পড়ল লাইব্রেরিতে

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লাইব্রেরিতে ধাক্কা দেয় ট্রাক। ছবি: আজকের পত্রিকা
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লাইব্রেরিতে ধাক্কা দেয় ট্রাক। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লাইব্রেরিতে ঢুকে পড়েছে। আজ সোমবার (১২ মে) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কে কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছেন।

ক্ষতিগ্রস্ত শুভ লাইব্রেরি অ্যান্ড ফটোস্ট্যাটের স্বত্বাধিকারী শুভ বলেন, ‘দুপুরে দোকান বন্ধ করে আমি বাড়িতে যাই। খবর পেয়ে এসে দেখি, দোকানে বালুভর্তি ট্রাক ঢুকে সবকিছু ভেঙে ফেলেছে। এতে দোকানে থাকা আলমারি, শোকেস, টেবিল ভেঙে গেছে।’

দোকানে সিমেন্টের খুঁটি ও শাটার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির মালিকের সঙ্গে কথা হয়েছে তিনি নাটোর থেকে এখানে আসতেছেন বলেও জানান দোকানমালিক।

প্রত্যক্ষদর্শী রব্বানি নামের এক ভ্যানচালক বলেন, ‘ট্রাকটি কাতা পাড়তে পাড়তে যাচ্ছিল। পরে ওই দোকানের মধ্যে ঢুকে পড়ে।’

পাশের এক দোকানি বলেন, ‘আমি দূর থেকে খেয়াল করছি, বালুভর্তি ওই ট্রাকটি এলোমেলোভাবে সামনের দিকে আসছিল। একপর্যায়ে এসে লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে। এ সময় জোরে শব্দ হয়।’

কাজীপুর থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘খোঁজ নিয়েছি, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত