Ajker Patrika

সাড়ে ৩০০ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
সাড়ে ৩০০ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক

নোয়াখালীর চাটখিলের নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সাড়ে ৩০০ শিক্ষার্থীর জন্য রয়েছেন মাত্র চারজন শিক্ষক। চারজন শিক্ষকের পক্ষে বিপুলসংখ্যক এই শিক্ষার্থীকে পাঠদান করা সম্ভব হচ্ছে না। তাই খণ্ডকালীন শিক্ষক দিয়ে কোনো রকমে চলছে পাঠদান। তাতে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফলও সন্তোষজনক হচ্ছে না।

জানা যায়, ১৯৬৯ সালে চাটখিল উপজেলার প্রাণকেন্দ্রে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৩ সালে উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে এটি জাতীয়করণ হয়। এরপর থেকে শিক্ষক সংকট লেগেই আছে। বর্তমানে এই বিদ্যালয়ে ১০টি পদের মধ্যে গণিতে দুজন, ব্যবসায় শিক্ষায় একজন ও বাংলা বিষয়ে একজন শিক্ষক রয়েছেন। বাকি ছয়টি পদই শূন্য রয়েছে। এর মধ্যে ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক নেই। এ কারণে খণ্ডকালীন শিক্ষক দিয়ে করা হচ্ছে ক্লাস। তবে অতিথি শিক্ষকের ক্লাসে সন্তুষ্ট নয় শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ ছাড়া দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদও শূন্য রয়েছে।

অভিভাবকেরা বলেন, ‘সরকারি বিদ্যালয় হওয়ায় ভর্তি করিয়েছি। কিন্তু বিদ্যালয়ে শিক্ষক নেই বললেই চলে। অতিথি শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। অথচ তাঁরা দক্ষ ও অভিজ্ঞ নন। বিশেষ করে ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক না থাকায় মেয়েরা ইংরেজিতে দুর্বল হয়ে পড়ছে।’ 

এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এমরান হোসেন বলেন, ‘শিক্ষক না থাকায় আমরা নিজেরা ক্লাস নিতে হিমশিম খাচ্ছি। শিক্ষক সংকটের কথা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, করোনার কারণে সব ধরনের নিয়োগ পরীক্ষা বন্ধ ছিল। শিগগিরই সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। তখন সব শূন্য পদ পূরণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত