Ajker Patrika

প্রধান উপদেষ্টার পদত্যাগ চেয়ে স্লোগান দেওয়া ফেনীর যুবলীগ নেতা ঢাকায় আটক

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর যুবলীগ নেতা রিয়াদ মাহমুদ রাফি। ছবি: সংগৃহীত
ফেনীর যুবলীগ নেতা রিয়াদ মাহমুদ রাফি। ছবি: সংগৃহীত

উত্তরায় মাইলস্টোনের সামনে শিক্ষার্থীদের উসকানি দিয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগ চাওয়া ফেনীর যুবলীগ নেতা রিয়াদ মাহমুদ রাফিকে (৪০) আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) উত্তরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে চলমান আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার সময় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

রিয়াদ মাহমুদ রাফি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আবদুল নবী গ্রামের ভূঞা বাড়ির আবুল হাসেমের ছেলে এবং দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন যুবলীগের সহসম্পাদক ও দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুনের অনুসারী।

ফেনীর যুবলীগ নেতা রিয়াদ মাহমুদ রাফি। ছবি: সংগৃহীত
ফেনীর যুবলীগ নেতা রিয়াদ মাহমুদ রাফি। ছবি: সংগৃহীত

সূত্রে জানা গেছে, রিয়াদ মাহমুদ রাফি গত বছর গণঅভ্যুত্থানের পর এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপন করেন। সম্প্রতি মাইলস্টোন স্কুলের কাছে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ওই প্রতিষ্ঠানের ছাত্ররা গতকাল মঙ্গলবার ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিলেও তিনি শান্তিপূর্ণ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করে উসকানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন। এ সময় স্থানীয় ছাত্ররা তাঁকে হাতেনাতে ধরে পুলিশে হস্তান্তর করে।

এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, বিষয়টি আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তাঁকে ঢাকার পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাঁর নামে ফেনী মডেল থানায় মামলা রয়েছে।

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন, রিয়াদ মাহমুদ রাফির নামে আটক যুবকের বিরুদ্ধে রাজধানীতেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া ফেনী মডেল থানায় দায়েরকৃত মামলায় তাঁকে ফেনীতে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত