Ajker Patrika

গভীর সাগরে বিকল ট্রলারসহ ১৮ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

কক্সবাজার প্রতিনিধি
মহেশখালীতে সাগরে বিকল ট্রলারসহ ১৮ জেলেকে উদ্ধার। ছবি: আজকের পত্রিকা
মহেশখালীতে সাগরে বিকল ট্রলারসহ ১৮ জেলেকে উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ভেসে থাকা এফবি ‘হাবিবা’ নামের একটি মাছ ধরার ট্রলার ও ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এক সপ্তাহ আগে ভোলার মনপুরা এলাকা থেকে মাছ শিকার করতে ট্রলারটি সাগরে নেমেছিল।

আজ বুধবার বিকেলে নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাতে নৌবাহিনীর জাহাজ ‘শহীদ ফরিদ’ সাগরে নিয়মিত টহল দেওয়ার সময় মহেশখালীর উপকূল থেকে ২৫ মাইল পশ্চিমে একটি মাছ ধরার ট্রলার ভাসমান অবস্থায় খুঁজে পায়। ওই সময় ট্রলারের জেলেরা নৌবাহিনীর জাহাজটিকে দেখতে পেয়ে বিপদসংকেত প্রদর্শন করে। নৌবাহিনীর সদস্যরা ট্রলারটিকে সন্দেহজনক মনে করে ভাসমান ট্রলারের কাছে যায়।

ট্রলারটির কাছে পৌঁছানোর পর জেলেদের কাছ থেকে নৌবাহিনীর সদস্যরা জানতে পারেন, তাঁদের ট্রলার ইঞ্জিন বিকল হয়ে পড়ায় চার দিন ধরে গভীর সাগরে ভাসমান অবস্থায় রয়েছে। তাঁদের কাছে খাবার ও বিশুদ্ধ পানিও শেষ হয়ে শেষ হয়ে গেছে। নৌ সদস্যরা জরুরি ভিত্তিতে তাঁদের খাবার ও বিশুদ্ধ পানি দেন।

পরে জেলেসহ ট্রলারটিকে আজ দুপুরে নিরাপদে কুতুবদিয়া দ্বীপ এলাকায় নিয়ে আসা হয়। ট্রলারে থাকা ১৮ জন জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় নৌবাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত