Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতার গুলিতে কর্মী নিহত: ১৬ জনকে আসামি করে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২৪, ১৫: ৪০
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী বিজয় মিছিলে ছাত্রলীগ নেতার গুলিতে কর্মী আয়েশ রহমান ইজাজের (২২) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। ১৬ জনের নাম উল্লেখসহ ১০-১৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে গতকাল বৃহস্পতিবার রাতে নিহতের বাবা আমিনুর রহমান বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাটি করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন খোকাকে। দ্বিতীয় আসামি করা হয়েছে জেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহসভাপতি হাসান আল ফারাবি জয়কে।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাতে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন শোভনের আনন্দ মিছিলে আয়েশ রহমান ইজাজকে গুলি করেন জেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহসভাপতি হাসান আল ফারাবি জয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের সুহিলপুর এলাকায়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত