Ajker Patrika

ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও ১ রোহিঙ্গা শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯: ২৬
ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও ১ রোহিঙ্গা শিশুর মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছে তিন রোহিঙ্গা শিশু। সর্বশেষ রবি আলম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল সোমবার সন্ধ্যায়। এই রোহিঙ্গা শিশুরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিল। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রবি আলম ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের সফি আলমের ছেলে। 

এর আগে, সোমবার সকাল ৯টার দিকে মোবাশ্বেরা (৩) নামের দগ্ধ এক শিশু মারা যায়। সেও ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের সফি আলমের মেয়ে। বিস্ফোরণে তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। 

 এ ছাড়া চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জোবায়দা (২২), রশমিদা (৫), আমেনা খাতুন (২৪) ও সোহেল (৫)। ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৯ জনের মধ্যে সাতজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে রাসেল (৪) নামে এক শিশু গত শনিবার সন্ধ্যার দিকে মারা যায়। তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসানও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত