Ajker Patrika

ভারী বর্ষণে আলীকদমে বন্যা

প্রতিনিধি, আলীকদম (বান্দরবান) 
আপডেট : ২৮ জুলাই ২০২১, ১১: ০৫
ভারী বর্ষণে আলীকদমে বন্যা

ভারী বর্ষণে আলীকদম উপজেলার ৮ গ্রামে বন্যা দেখা দিয়েছে। সোমবার বিকেল থেকে বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার ভোরে বন্যাকবলিত হয় ৩টি ইউনিয়নের কমপক্ষে ২০০ ঘরবাড়ি। মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে নদীতীরবর্তী এসব গ্রাম প্লাবিত হয়। এ সময় তলিয়ে যায় ফসলি জমিও।

চকরিয়া-আলীকদম-লামা সড়ক বন্যার পানিতে ডুবে যাওয়ায় আলীকদম থেকে অন্যান্য উপজেলায় মঙ্গলবার সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বুধবার বন্যার পানি নেমে গেলে যোগাযোগ স্বাভাবিক হয়। 

উপজেলার ৩টি ইউনিয়নে রোয়াম্ভু, মঞ্চপাড়া, আমতলী, ছাবের মিয়াপাড়া, শিবাতলী, থানাপাড়া, চৈক্ষ্যংসহ বিভিন্ন নিম্নাঞ্চলে নদীর পানি বাড়িঘরে ঢুকে পড়ে বন্যাকবলিত হয়। মঙ্গলবার বিকেল পর্যন্ত বৃষ্টিপাত হওয়ায় মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পায়। এতে করে বন্যা পরিস্থিতির অবনতি হলেও মঙ্গলবার রাতে বৃষ্টিপাত কমে যায়।

এদিকে বুধবার মাতামুহুরী নদীর পানি কমে গিয়ে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বন্যার কারণে অনেকের বাড়িঘর নষ্ট হয়ে গেছে। ফলে তাঁরা নিকটস্থ আশ্রয়ণ প্রকল্পে অবস্থান করছেন।

এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বন্যাকবলিতদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। অন্যদিকে ইউনিয়ন পরিষদ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিতরণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত