ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুরে আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। সংঘাত এড়াতে সমাবেশস্থলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইতিমধ্যে গতকাল শুক্রবার রাতে উত্তর দৌলতপুরে বিএনপির সভামঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। পরে রাত ১২টা থেকে ফুলগাজীর উত্তর দৌলতপুর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পূর্বপ্রস্তুতি হিসেবে ফুলগাজী উপজেলার সামনে পেট্রলপাম্পসংলগ্ন এলাকায় বিএনপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকস্থলে বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের মাঝে সংঘর্ষ হয়। পরে মুন্সিরহাট এলাকায়ও সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সদর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি ভিপি সায়েমের নেতৃত্বে উত্তর দৌলতপুরে বিএনপির অতিথিদের জন্য নির্মিত মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।
এদিকে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও একই স্থানে ত্রাণ বিতরণের কর্মসূচি দেওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহারের স্বাক্ষরিত ১৪৪ ধারা জারি করা হয়।
উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৌলতপুর অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যার কারণে আজকে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও আশরাফুন নাহার বলেন, উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দেয়। সংঘাতের আশঙ্কা রয়েছে বিধায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উত্তর দৌলতপুর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুরে আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। সংঘাত এড়াতে সমাবেশস্থলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইতিমধ্যে গতকাল শুক্রবার রাতে উত্তর দৌলতপুরে বিএনপির সভামঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। পরে রাত ১২টা থেকে ফুলগাজীর উত্তর দৌলতপুর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পূর্বপ্রস্তুতি হিসেবে ফুলগাজী উপজেলার সামনে পেট্রলপাম্পসংলগ্ন এলাকায় বিএনপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকস্থলে বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের মাঝে সংঘর্ষ হয়। পরে মুন্সিরহাট এলাকায়ও সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সদর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি ভিপি সায়েমের নেতৃত্বে উত্তর দৌলতপুরে বিএনপির অতিথিদের জন্য নির্মিত মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।
এদিকে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও একই স্থানে ত্রাণ বিতরণের কর্মসূচি দেওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহারের স্বাক্ষরিত ১৪৪ ধারা জারি করা হয়।
উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৌলতপুর অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যার কারণে আজকে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও আশরাফুন নাহার বলেন, উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দেয়। সংঘাতের আশঙ্কা রয়েছে বিধায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উত্তর দৌলতপুর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ শনিবার গুলশান ও আশপাশের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ হয়। চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চালানো প্যাডেলচালিত রিকশার তুলনায় সহজ, জমা কম এবং আয় বেশি। ফলে এটি তাঁদের জীবিকার জন্য বেশি উপযোগী।
১৪ মিনিট আগেসাবেক এমপি ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর ভাই বিএনপি নেতা মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাসায় নাছির চৌধুরীর সামনেই এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা
৩০ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনা
১ ঘণ্টা আগে