Ajker Patrika

একই স্থানে আ.লীগ-বিএনপির সমাবেশ, দৌলতপুরে ১৪৪ ধারা জারি

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২২, ১৬: ০৯
একই স্থানে আ.লীগ-বিএনপির সমাবেশ, দৌলতপুরে ১৪৪ ধারা জারি

ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুরে আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। সংঘাত এড়াতে সমাবেশস্থলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইতিমধ্যে গতকাল শুক্রবার রাতে উত্তর দৌলতপুরে বিএনপির সভামঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। পরে রাত ১২টা থেকে ফুলগাজীর উত্তর দৌলতপুর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পূর্বপ্রস্তুতি হিসেবে ফুলগাজী উপজেলার সামনে পেট্রলপাম্পসংলগ্ন এলাকায় বিএনপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকস্থলে বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের মাঝে সংঘর্ষ হয়। পরে মুন্সিরহাট এলাকায়ও সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সদর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি ভিপি সায়েমের নেতৃত্বে উত্তর দৌলতপুরে বিএনপির অতিথিদের জন্য নির্মিত মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।

এদিকে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও একই স্থানে ত্রাণ বিতরণের কর্মসূচি দেওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহারের স্বাক্ষরিত ১৪৪ ধারা জারি করা হয়।

উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৌলতপুর অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যার কারণে আজকে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। 

এ বিষয়ে ইউএনও আশরাফুন নাহার বলেন, উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দেয়। সংঘাতের আশঙ্কা রয়েছে বিধায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উত্তর দৌলতপুর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত