Ajker Patrika

দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৯: ৫৩
দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

দুধ দিয়ে গোসল করে কুমিল্লার দেবিদ্বারে এক আওয়ামী লীগ নেতা পদত্যাগ করেছেন। তিনি উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ। একই সঙ্গে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। 

আজ শনিবার তাঁর দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে। ২ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাড়ির ছাদে বসে দুধ দিয়ে গোসল করছেন তিনি। তাঁর মাথায় দুধ ঢেলে দিচ্ছেন একজন।

যদিও এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এমন ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এর আগে কামরুজ্জামান মাসুদ নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, ‘আমি সব সময় চেয়েছি আমার এই ফতেহাবাদ ইউনিয়নবাসীর পক্ষে থাকার। তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। দীর্ঘদিন আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে মামলা–হামলা ছাড়া কিছুই পাইনি। সবকিছু থেকে বারবার বঞ্চিত হয়েছি।’ 

কামরুজ্জামান মাসুদ আরও বলেন, ‘আমি এই ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে দেয়নি। সব সময় নিজ দলের নেতা–কর্মীদের হাতে হামলার শিকার হয়েছি। আমি স্বেচ্ছায় সজ্ঞানে ও অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।’ 

এ বিষয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি দলীয় চেয়ারম্যান নই। আমি কখনোই চাইনি ছাত্র–জনতার বিপক্ষে থাকার। ৪ আগস্ট দেবিদ্বারে কী হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছেন।’ 

কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ। ছবি: আজকের পত্রিকা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ বলেন, ‘তাঁরা আমাকে বলেছেন, যেসব ছাত্র–জনতা নিহত হয়েছেন, তাঁদের প্রতি শোক প্রকাশ করতে দেবিদ্বার স্বাধীনতা চত্বরে শোক র‍্যালি ও শোকসভা করা হবে। এ জন্য গিয়েছি। আমি গিয়ে যখন দেখলাম ছাত্র–জনতার সঙ্গে সংঘর্ষ হচ্ছে। তখন আমি বাড়ি আসতে চেয়েছি। কিন্তু তাঁরা আমাকে আসতে দেন নাই। আমি দুই গ্রুপের মাঝখানে পড়ে গিয়েছিলাম। পরে জীবন বাঁচাতে সংঘর্ষকারীদের কথা শুনতে হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত