Ajker Patrika

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের হাটহাজারী—নাজিরহাট মহাসড়কের কাটিরহাট বাজারের দক্ষিণ পাশে হানিফ পরিবহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। ওই সময় আরও দুজন অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সড়কের কাটিরহাট সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, হাটহাজারী পৌরসভার এগারো মাইল এলাকার অটোরিকশা চালক মো. সেলিম ও হামজারবাগ এলাকার মরহুম জহির আহমদের পুত্র মো. জাবেদ (৩৬)। এ ঘটনায় আহতরা হলেন, নজরুল ইসলাম মানিক ও সুভাস চন্দ্র দে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় আনুমানিক সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামের নজিরহাটমুখী হানিফ পরিবহনের একটি বাস দ্রুত গতিতে নাজিরহাট দিকে যাচ্ছিল। কাটিরহাট সিটি সেন্টারের সামনে পৌঁছালে হাটহাজারীমুখী অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বাসটি। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এতে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ এক যাত্রী ঘটনাস্থলে মারা যান। এতে আহত হয় আরও দুজন। আহত দুই ব্যক্তি নজরুল ইসলাম মানিককে (৩১) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপর আহত ব্যক্তি সুভাষ চন্দ্র দেকে (৫০) উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত জাবেদের বড় ভাই নুর মোহাম্মদ বলেন, নিহত জাবেদ ফটিকছড়ি উপজেলায় একটি করাতকলে শ্রমিক হিসাবে কর্মরত। আজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনায় মারা যান তিনি। 

নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, কাটিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত দুজন নিহত ও একজন আহত হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে নজিরহাট হাইওয়ে থানার মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলি জব্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত