Ajker Patrika

মানিকছড়িতে পাহাড় কাটায় ৬০ হাজার টাকা জরিমানা 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
মানিকছড়িতে পাহাড় কাটায় ৬০ হাজার টাকা জরিমানা 

খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় কাটার দায়ে মো. ছিদ্দিকুর রহমান (৩৩) নামের এ ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে সহকারী কমিশনার (ভূমি) রুম্পা উপজেলার ঘোষ মুসলিম পাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাহাড় কাটার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রুম্পা। এ সময় তিনি ছিদ্দিকুর রহমানকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ৬০ হাজার টাকা জরিমানা করেন। 

সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ জানান, উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত