Ajker Patrika

রোহিঙ্গা ক্যাম্পে সংবাদকর্মী হেনস্তার দায়ে দুই এপিবিএন সদস্য প্রত্যাহার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
রোহিঙ্গা ক্যাম্পে সংবাদকর্মী হেনস্তার দায়ে দুই এপিবিএন সদস্য প্রত্যাহার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এপিবিএন পুলিশ সদস্যদের কাছে স্থানীয় দুই সংবাদকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন, ১৪ আর্মড পুলিশের (এপিবিএন) এসআই সজীব দত্ত, কনস্টেবল মতিন। 

গত ৫ই এপ্রিল ‘রোহিঙ্গা ক্যাম্পে সংবাদকর্মী লাঞ্ছিত, এপিবিএনের তদন্ত কমিটি’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। তখন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছিলেন ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক। 

গতকাল বুধবার রাতে অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহারের কথা জানিয়ে নাঈমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি অভিযুক্ত দুই পুলিশ সদস্যদের এই ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। প্রাথমিকভাবে তাঁদের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’ 

তিনি জানান, ‘সাংবাদিকদের প্রতি এপিবিএন সব সময় শ্রদ্ধাশীল, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পুনরাবৃত্তি রোধে এপিবিএন সতর্ক থাকবে।’ 

এদিকে অভিযুক্তদের প্রত্যাহার করে নেওয়ায় রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারসহ বিভিন্ন সংগঠনের ডাকা ৭ এপ্রিলের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি স্থগিত করা হয়েছে। 

উল্লেখ্য, গত রোববার রোহিঙ্গা ক্যাম্পের মুচরা বাজার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প এলাকায় দায়িত্ব পালনকালে স্থানীয় সংবাদমাধ্যম দি টেরিটোরিয়্যাল নিউজের (টিটিএন) প্রধান প্রতিবেদক আজিম নিহাদ ও ক্যামেরাপারসন লোকমান হাকিমের সঙ্গে অশালীন আচরণ করেন এপিবিএনের সদস্যরা। 

সাংবাদিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর এপিবিএন কার্যালয় থেকে তাঁরা কক্সবাজার ফিরে আসতে সক্ষম হন। 

এ ঘটনায় নিন্দার ঝড় উঠলে সাংবাদিকদের স্থানীয় সংগঠন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। এ ছাড়া রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারসহ বিভিন্ন সংগঠন ৭ এপ্রিল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত