থানচি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানে থানচি উপজেলা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীদের শুভ মধুপূর্ণিমা উদ্যাপিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে দিনটি উপলক্ষে থানচি হেডম্যান পাড়া বৌদ্ধবিহারসহ বিভিন্ন বৌদ্ধবিহারে নানা কর্মসূচি পালন করা হয়।
এ সময় বুদ্ধ পূজা, প্রদীপ পূজা, ফুল পূজা, ভিক্ষুসংঘের উদ্দেশে মধুদান, সংঘদান, আই পরিষ্কারদান, কঠিন চীবরদান, ফলমূল ও পানীয়দান, ভিক্ষুদের পিন্ডদানসহ সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও আকাশপ্রদীপ (ফানুস) ওড়ানো হবে।
উপজেলার ২৮টি বৌদ্ধবিহারে পৃথকভাবে দিনব্যাপী মধুপূর্ণিমা উদ্যাপন করেন বৌদ্ধধর্মাবলম্বীরা। এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে বৌদ্ধধর্মাবলম্বীরা থানচিতে বিভিন্ন বৌদ্ধবিহারে ভিক্ষুসংঘ থেকে অষ্টম শীল গ্রহণ, বুদ্ধ পূজা, মধুদান, ধ্যানচর্চা, বিশ্ব শান্তি কামনা, প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনার জন্য জড়ো হন।
শত শত বৌদ্ধধর্মাবলম্বী বৌদ্ধবিহারে গিয়ে পুণ্য লাভের আশায় ভিক্ষুদের মধুদানের পাশাপাশি বিভিন্ন ফলমূল, মধুমিশ্রিত পায়েস ও ছোয়াই (খাবার) দান করেন। চলতি বছরে ভারী ও অবিরাম বৃষ্টিতে জুমের ধান ও অন্যান্য সাথি ফসলের ক্ষতি থেকে মানবজাতিকে পরিত্রাণ এবং দেশের মানুষের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও ধর্মদেশনা করেন। এ সময় সব মানবের উদ্দেশে পার্বত্য ভিক্ষু পরিষদের থানচি উপজেলা শাখার সভাপতি উ ইউসারাদা মহাথের ও সাধারণ সম্পাদক গাইন্দামানা মহাথের ধর্মদেশনা দেন।
এ ছাড়া সন্ধ্যায় পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশে সংঘদান, অষ্ট পরিষ্কারদান ও হাজার প্রদীপ প্রজ্বালনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
মধুপূর্ণিমা বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় উৎসব। এ দিনটি বৌদ্ধ ইতিহাসে একটি ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব পালন করা হয়।
বান্দরবানে থানচি উপজেলা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীদের শুভ মধুপূর্ণিমা উদ্যাপিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে দিনটি উপলক্ষে থানচি হেডম্যান পাড়া বৌদ্ধবিহারসহ বিভিন্ন বৌদ্ধবিহারে নানা কর্মসূচি পালন করা হয়।
এ সময় বুদ্ধ পূজা, প্রদীপ পূজা, ফুল পূজা, ভিক্ষুসংঘের উদ্দেশে মধুদান, সংঘদান, আই পরিষ্কারদান, কঠিন চীবরদান, ফলমূল ও পানীয়দান, ভিক্ষুদের পিন্ডদানসহ সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও আকাশপ্রদীপ (ফানুস) ওড়ানো হবে।
উপজেলার ২৮টি বৌদ্ধবিহারে পৃথকভাবে দিনব্যাপী মধুপূর্ণিমা উদ্যাপন করেন বৌদ্ধধর্মাবলম্বীরা। এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে বৌদ্ধধর্মাবলম্বীরা থানচিতে বিভিন্ন বৌদ্ধবিহারে ভিক্ষুসংঘ থেকে অষ্টম শীল গ্রহণ, বুদ্ধ পূজা, মধুদান, ধ্যানচর্চা, বিশ্ব শান্তি কামনা, প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনার জন্য জড়ো হন।
শত শত বৌদ্ধধর্মাবলম্বী বৌদ্ধবিহারে গিয়ে পুণ্য লাভের আশায় ভিক্ষুদের মধুদানের পাশাপাশি বিভিন্ন ফলমূল, মধুমিশ্রিত পায়েস ও ছোয়াই (খাবার) দান করেন। চলতি বছরে ভারী ও অবিরাম বৃষ্টিতে জুমের ধান ও অন্যান্য সাথি ফসলের ক্ষতি থেকে মানবজাতিকে পরিত্রাণ এবং দেশের মানুষের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও ধর্মদেশনা করেন। এ সময় সব মানবের উদ্দেশে পার্বত্য ভিক্ষু পরিষদের থানচি উপজেলা শাখার সভাপতি উ ইউসারাদা মহাথের ও সাধারণ সম্পাদক গাইন্দামানা মহাথের ধর্মদেশনা দেন।
এ ছাড়া সন্ধ্যায় পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশে সংঘদান, অষ্ট পরিষ্কারদান ও হাজার প্রদীপ প্রজ্বালনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
মধুপূর্ণিমা বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় উৎসব। এ দিনটি বৌদ্ধ ইতিহাসে একটি ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব পালন করা হয়।
বগুড়ার শেরপুর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তারে গিয়ে হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার এবং হামলার ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়।
২৭ মিনিট আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চাষি ইয়াকুব আলীর পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা সব মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের পণ্ডিতপাড়া এলাকায় ১ একর জমির প্রজেক্টের পুকুরে মরা মাছ ভেসে ওঠে। ভুক্তভোগী চাষি ইয়াকুব আলী ওই গ্রামের দিল মাহমুদের ছেলে। বিষ প্রয়োগে পুকুরে
৩৪ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে চাঁদাবাজদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী লিয়াকত হোসেন বাবুল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে পুলিশের কাছ থেকে আশানুরূপ সহায়তা না পেয়ে সোমবার তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।
৩৯ মিনিট আগেওসি বাবুল আজাদ বলেন, ওই তরুণীর লাশ যেভাবে পাওয়া গেছে, তাতে তাঁর পরিচয় দ্রুত শনাক্ত করা দুঃসাধ্য। কারণ, লাশের মাথা নেই, দুই হাতের কবজি ও পায়ের পাতা নেই। লাশে পচন ধরেছে। অন্তত ১৫ থেকে ২০ দিন আগে হত্যার পর ওই তরুণীর লাশ ডোবায় ফেলে রাখা হয়।
১ ঘণ্টা আগে