নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের রেংয়েন ম্রোপাড়ায় ঘরবাড়িতে আগুন দেওয়া, হামলা ও ভাঙচুরের সর্বশেষ ঘটনাটি ঘটেছে ১ জানুয়ারি। এতে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আটটি বাড়ি পুড়ে যায়। তা ছাড়া, লুট করা হয় ঘরের জিনিসপত্র ও গবাদিপশু। এ ঘটনায় ৭ জানুয়ারি মামলা হয়েছে স্থানীয় থানায়। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের কাছে এ অভিযোগ করেছে অগ্নিসংযোগ ও হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গত মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে গেলে তারা এ অভিযোগ করে। এ সময় সরই ভূমিরক্ষা কমিটির পক্ষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে একটি স্মারকলিপি দেওয়া হয়। ভুক্তভোগী পাহাড়িদের সঙ্গে কথা বলার পর তিনি সাংবাদিকদের বলেছেন, ‘পাহাড়ে বসবাসকারী মানুষেরা খুব শান্তিপ্রিয়। তাঁরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই গ্রামে যা হয়েছে, আমি যা দেখেছি, এ ঘটনাগুলো যে বা যারা ঘটিয়েছে, তারা চরম অপরাধ করেছে।’ তিনি আরও বলেন, ‘যারা অন্যায় করেছে, তাদের বিষয়ে খবর নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ম্রোপাড়ায় বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতরা কখনো ছাড় পাবে না।’
৫ জানুয়ারি কমিশনের চার সদস্যের একটি তদন্ত দল রেংয়েন ম্রোপাড়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছিল। এর আগে গত বছরের ২৬ এপ্রিল সরই এলাকায় ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠী বসবাস ও চাষাবাদ করে—এমন প্রায় ৪০০ একর ভূমিতে আগুন দেওয়া হয়। এতে প্রায় ৩৫০ একর জুমের জমি পুড়ে যায়। এই ৪০০ একর ভূমি রক্ষার দাবিতে আন্দোলন করে আসছেন রেংয়েন, লাংকম ও জয়চন্দ্র পাড়ার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বাসিন্দারা। এই ৪০০ একর জমি নিজেদের ইজারার জায়গা বলে দাবি করে আসছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
৭ জানুয়ারি রেংয়েনপাড়ার কার্বারি রেংয়েন ম্রো বাদী হয়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫০ থেকে ১৭০ জনকে আসামি করে মামলা করেন।
এ মামলায় কেউ গ্রেপ্তার হয়েছে কি না, জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, মামলাটির তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের রেংয়েন ম্রোপাড়ায় ঘরবাড়িতে আগুন দেওয়া, হামলা ও ভাঙচুরের সর্বশেষ ঘটনাটি ঘটেছে ১ জানুয়ারি। এতে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আটটি বাড়ি পুড়ে যায়। তা ছাড়া, লুট করা হয় ঘরের জিনিসপত্র ও গবাদিপশু। এ ঘটনায় ৭ জানুয়ারি মামলা হয়েছে স্থানীয় থানায়। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের কাছে এ অভিযোগ করেছে অগ্নিসংযোগ ও হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গত মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে গেলে তারা এ অভিযোগ করে। এ সময় সরই ভূমিরক্ষা কমিটির পক্ষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে একটি স্মারকলিপি দেওয়া হয়। ভুক্তভোগী পাহাড়িদের সঙ্গে কথা বলার পর তিনি সাংবাদিকদের বলেছেন, ‘পাহাড়ে বসবাসকারী মানুষেরা খুব শান্তিপ্রিয়। তাঁরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই গ্রামে যা হয়েছে, আমি যা দেখেছি, এ ঘটনাগুলো যে বা যারা ঘটিয়েছে, তারা চরম অপরাধ করেছে।’ তিনি আরও বলেন, ‘যারা অন্যায় করেছে, তাদের বিষয়ে খবর নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ম্রোপাড়ায় বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতরা কখনো ছাড় পাবে না।’
৫ জানুয়ারি কমিশনের চার সদস্যের একটি তদন্ত দল রেংয়েন ম্রোপাড়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছিল। এর আগে গত বছরের ২৬ এপ্রিল সরই এলাকায় ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠী বসবাস ও চাষাবাদ করে—এমন প্রায় ৪০০ একর ভূমিতে আগুন দেওয়া হয়। এতে প্রায় ৩৫০ একর জুমের জমি পুড়ে যায়। এই ৪০০ একর ভূমি রক্ষার দাবিতে আন্দোলন করে আসছেন রেংয়েন, লাংকম ও জয়চন্দ্র পাড়ার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বাসিন্দারা। এই ৪০০ একর জমি নিজেদের ইজারার জায়গা বলে দাবি করে আসছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
৭ জানুয়ারি রেংয়েনপাড়ার কার্বারি রেংয়েন ম্রো বাদী হয়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫০ থেকে ১৭০ জনকে আসামি করে মামলা করেন।
এ মামলায় কেউ গ্রেপ্তার হয়েছে কি না, জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, মামলাটির তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে আজ শনিবার রাত ৮টার দিকে তাঁকে বদলি করা হয়। এর আগে ২ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাংবাদিকেরা ওস
২ মিনিট আগেবাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
১০ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩৭ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৪২ মিনিট আগে