Ajker Patrika

অল্পের জন্য বেঁচে গেলেন এমপি শিউলী আজাদ 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১০: ১৯
অল্পের জন্য বেঁচে গেলেন এমপি শিউলী আজাদ 

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদ এমপি সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। এঘটনায় গাড়ি চালক সামান্য আঘাত পেয়েছেন। 

গতকাল বুধবার রাত ৮টায় সরাইল থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এমপিকে বহনকারী গাড়িটির সামনের অংশ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেলেও অক্ষত আছেন এমপি শিউলী আজাদ। 

বুধবার রাত ১০টায় শিউলী আজাদ এমপি তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, 'আল্লাহর অশেষ মেহেরবানিতে ও আপনাদের দোয়ায় অল্পের জন্য বেঁচে গেলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।' 

এ ব্যাপারে তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি সকলের দোয়া কামনা করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত