Ajker Patrika

সৌদিতে সড়ক দুর্ঘটনায় আহত নোয়াখালীর যুবক মারা গেছেন

নোয়াখালী প্রতিনিধি
ইমরান হোসেন। ছবি: আজকের পত্রিকা
ইমরান হোসেন। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবের জেদ্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ইমরান হোসেন (২৫) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার সকালে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইমরান উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মিয়াজান ফরাজীবাড়ির নূর নবীর ছেলে।

ইমরানের বাবা নূর নবী জানান, সংসারের হাল ধরতে এবং ভালো ভবিষ্যতের আশায় গত বছর তিনি তাঁর একমাত্র ছেলে ইমরানকে সৌদি আরবে পাঠান। সেখানে তিনি হাংগার স্টেশন নামে একটি কোম্পানিতে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত ছিলেন। রোববার মোটরসাইকেলযোগে জেদ্দার একটি এলাকায় ফুড ডেলিভারি দিতে গিয়ে ট্রাকের চাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার সকালে তিনি মারা যান।

ইমরানের বাবা বলেন, ‘অনেক আশা নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম, কিন্তু আজ স্বপ্নের সঙ্গে আমার ছেলেকেও হারালাম। সরকারের কাছে আকুল আবেদন, আমার ছেলের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য যেন সহায়তা করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত