Ajker Patrika

শ্রমিকেরা কারখানায় এসে দেখেন বন্ধের নোটিশ, প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক ,চট্টগ্রাম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) এক্সেলশিওর সুজ কারখানা পূর্ব ঘোষণা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার সকালে শ্রমিকেরা কারখানায় কাজে এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে কারখানাটির প্রায় দুই হাজার শ্রমিক সড়ক অবরোধ করেন।

শ্রমিকেরা বিক্ষোভের একপর্যায়ে ইপিজেড মোড়ে এসে সকাল সাড়ে ৯টার দিকে সড়ক আবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট রোডে যানচলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও কর্মজীবী মানুষেরা।

অন্যদিকে জিহাং মেডিকেল প্রোডাক্ট লিমিটেড নামের একটি কারখানায় ছাঁটাই করা ১৬ শ্রমিককে পুনর্বহালের দাবিতে কারখানার সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছে তাঁরা। তবে, জেডব্লিউ অ্যাপারেলস লিমিটেডে ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলনরত শ্রমিকেরা আজ সকালে কাজে যোগদান করে উৎপাদন কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনে সহকারী কমিশনার মাহমুদুল হাসান বলেন, এক্সেলশিওর সুজ কারখানার প্রায় দুই হাজার শ্রমিক সড়কে অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ৪০ জন শ্রমিককে বেপজা আইন অনুযায়ী সব পাওয়া বুঝিয়ে দিয়ে চাকরিচ্যুত করে এক্সেলশিওর সুজ কারখানা। চাকরিচ্যুত শ্রমিকেরা বাকি শ্রমিকদের সংঘবদ্ধ করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন।

অপর কারখানা প্রসঙ্গে মাহমুদুল হাসান বলেন, জেডাব্লিউ অ্যাপারেলসের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আজ সকালে শ্রমিকদের কাজে যোগদান করিয়েছি। কারখানাটির চাকরিচ্যুত শ্রমিকেরা এখনো কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করেননি।

এর আগে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গত শনিবার সকাল থেকে বিক্ষোভ করেন এক্সেলশিওর সুজ কারখানার শ্রমিকেরা। রোববার সকালে জেডাব্লিউ অ্যাপারেলসেও শুরু হয় বিক্ষোভ। গত দুই ধরে দফায় দফায় সড়ক অবরোধের ঘটনা ঘটে ব্যস্ততম সিইপিজেড মোড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ঈদের ছুটিতে কৃষি প্রকল্পে পাতানো দরপত্র

বরিশালে ঘরের ফ্যানে ঝুলছিল স্বামীর লাশ, খাটের ওপর নিথর দেহ স্ত্রীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত