Ajker Patrika

বুড়িচংয়ে মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত, আহত ১

প্রতিনিধি, বুড়িচং (কুমিল্লা)
বুড়িচংয়ে মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত, আহত ১

কুমিল্লা বুড়িচংয়ের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রাকি চন্দ্র সিংহ নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও ১ জন।

নিহতের বাড়ি উপজেলার শ্রীপুর এলাকায়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। আহত অপরজনের নাম রাফি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহাসড়কের দেবপুর ইউনুস মুড়ির মিল এলাকা দিয়ে ওই পুলিশ কর্মকর্তা কুমিল্লা সেনানিবাসে যাচ্ছিলেন। এ সময় তিনি একটি অজ্ঞাত গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাঁরা দুজনই সড়কের দুই দিকে পড়ে যায়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠিয়ে দেন। পরে পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিছুক্ষণ পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, গুরুতর আহত রাফিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাজী হাসান উদ্দিন জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান তিনি। বিষয়টি হাইওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাঁদের জানানো হয়।

হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক আবদুর রশিদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলে দুটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত