প্রতিনিধি, বুড়িচং (কুমিল্লা)
কুমিল্লা বুড়িচংয়ের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রাকি চন্দ্র সিংহ নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও ১ জন।
নিহতের বাড়ি উপজেলার শ্রীপুর এলাকায়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। আহত অপরজনের নাম রাফি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহাসড়কের দেবপুর ইউনুস মুড়ির মিল এলাকা দিয়ে ওই পুলিশ কর্মকর্তা কুমিল্লা সেনানিবাসে যাচ্ছিলেন। এ সময় তিনি একটি অজ্ঞাত গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাঁরা দুজনই সড়কের দুই দিকে পড়ে যায়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠিয়ে দেন। পরে পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিছুক্ষণ পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, গুরুতর আহত রাফিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাজী হাসান উদ্দিন জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান তিনি। বিষয়টি হাইওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাঁদের জানানো হয়।
হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক আবদুর রশিদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলে দুটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
কুমিল্লা বুড়িচংয়ের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রাকি চন্দ্র সিংহ নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও ১ জন।
নিহতের বাড়ি উপজেলার শ্রীপুর এলাকায়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। আহত অপরজনের নাম রাফি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহাসড়কের দেবপুর ইউনুস মুড়ির মিল এলাকা দিয়ে ওই পুলিশ কর্মকর্তা কুমিল্লা সেনানিবাসে যাচ্ছিলেন। এ সময় তিনি একটি অজ্ঞাত গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাঁরা দুজনই সড়কের দুই দিকে পড়ে যায়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠিয়ে দেন। পরে পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিছুক্ষণ পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, গুরুতর আহত রাফিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাজী হাসান উদ্দিন জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান তিনি। বিষয়টি হাইওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাঁদের জানানো হয়।
হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক আবদুর রশিদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলে দুটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
রাজধানীর আফতাবনগরে ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আজরাত সাদিয়া (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৮ মিনিট আগেকক্সবাজার সদরে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার গভীর রাতে খুরুশকুল ইউনিয়নের আল্লাওয়ালা নামের একটি হ্যাচারিতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আলী আকবর (৩৫)। তিনি খুরুশকুলের কুলিয়াপাড়ার আলী আহমদের ছেলে।
৩৬ মিনিট আগেমাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া এক কিশোরীর লাশ পাওয়া গেছে দুই দিন পর। মারা যাওয়া জান্নাতুল আক্তার (১৬) উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল।
২ ঘণ্টা আগেগত ২৯ এপ্রিল রাত আনুমানিক দেড়টার দিকে এসআই বেলালের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ও ১৫ থেকে ২০ জনের একটি দল তাঁর বাসায় জোরপূর্বক প্রবেশ করে। পরিস্থিতি দেখে তাঁর ম্যানেজার জরুরি ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে আরও একদল পুলিশ ঘটনাস্থলে আসে। কিছুক্ষণ পর শাহবাগ ও নিউমার্কেট থানার টহল টিমের দুটি গাড়ি ঘটনাস্থলে...
২ ঘণ্টা আগে