Ajker Patrika

পিতাকে কুপিয়ে হত্যা, দুই ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
পিতাকে কুপিয়ে হত্যা, দুই ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

হাটহাজারীতে পারিবারিক কলহের জেরে দুই ছেলের হাতে খুন হন সিএনজি অটোরিকশা চালক মো. শাহা আলম। এ ঘটনায় দুই ছেলেকে আসামি করে থানায় মামলা করেছেন মা। গতকাল শুক্রবার দিবাগত রাতে নিহতের স্ত্রী তাহেরা বেগম বাদী হয়ে এই মামলা করেন। 

এই মামলায় মেজো ছেলে মো. জাহেদুল ইসলাম (১৯) ও ছোট ছেলে মো. খোরশেদুল আলম (১৫) দুজনকে আসামি করা হয়েছে। হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতের ছেলে মো. জাহেদুল ইসলামকে (১৯) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। 

আজ শনিবার গ্রেপ্তারকৃত জাহেদুলকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমীন মোহাম্মদ মুন্সীর বাড়িতে পারিবারিক বিরোধের জের ধরে পিতা মো. শাহা আলমকে মেজো ছেলে মো. জাহেদুল ইসলাম ও ছোট ছেলে মো. খোরশেদুল আলম কুপিয়ে হত্যা করে। 

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সিএনজি অটোরিকশা চালক মো. শাহা আলমকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেছেন। তা ছাড়া দায়ের করা হত্যা মামলার অপর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত