বান্দরবান প্রতিনিধি
জমি নিয়ে বিরোধের জেরে বান্দরবান শহরে ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বান্দরবান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বনরুপা পাড়া ২ নম্বর গলি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার সকালে মারধরের শিকার ওই নারী মামলা করলে গতকাল আটক হওয়া চারজনকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বনরুপা এলাকার বাসিন্দা অজিত দাশ, লিটন দাশের স্ত্রী রিতা দাশ, অজিত দাশের ছেলে অভি দাশও বোন রিনা দাশ।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে ওই নারীর ঘর থেকে হই-চই শুনে তারা গিয়ে দেখেন অজিত দাশ, অজিত দাশের ছেলে অভি দাশ, রিনা দাশ, রিতা দাশসহ মুখোশ পড়া ১০-১২ জন ওই নারীকে চুলের মুঠি ধরে টেনে বাড়ির উঠোনে নিয়ে আসে। সেখানে রশি দিয়ে তাঁর হাত বেঁধে বটি দিয়ে মাথার চুল কেটে দেওয়া হয় এবং বিবস্ত্র করে মারধর করা হয়।
এ ছাড়া মুখোশ পড়া কয়েকজন ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ।
এই বিষয়ে মারধরের শিকার নারী জানান, তাদের বসতবাড়ি নিজেদের দাবি করে দীর্ঘদিন ধরে অভিযুক্তরা দখল করতে চেষ্টা করছে, আর এর ধারাবাহিকতায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি শাস্তির দাবি করেন।
স্থানীয় বাসিন্দা মিলন পাল জানান, বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী অজিত দাশ। তাঁর পরিবারসহ ৪-৫ জন নারী এবং ৭-৮ জন মুখোশ পড়া লোকজন নিয়ে ওই নারীকে বাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে হামলা চালায়। ওই নারীর বাড়ির জায়গাটি অজিত দাশ নিজের দাবি করে আসছেন। আর এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।
তিনি আরও বলেন, মারধরের পর পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অজিত দাশসহ চারজনকে আটক করে পুলিশ।
এই বিষয়ে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, এই ঘটনায় আজ শনিবার সকালে ওই নারী মামলা করেন। মামলায় আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
জমি নিয়ে বিরোধের জেরে বান্দরবান শহরে ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বান্দরবান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বনরুপা পাড়া ২ নম্বর গলি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার সকালে মারধরের শিকার ওই নারী মামলা করলে গতকাল আটক হওয়া চারজনকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বনরুপা এলাকার বাসিন্দা অজিত দাশ, লিটন দাশের স্ত্রী রিতা দাশ, অজিত দাশের ছেলে অভি দাশও বোন রিনা দাশ।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে ওই নারীর ঘর থেকে হই-চই শুনে তারা গিয়ে দেখেন অজিত দাশ, অজিত দাশের ছেলে অভি দাশ, রিনা দাশ, রিতা দাশসহ মুখোশ পড়া ১০-১২ জন ওই নারীকে চুলের মুঠি ধরে টেনে বাড়ির উঠোনে নিয়ে আসে। সেখানে রশি দিয়ে তাঁর হাত বেঁধে বটি দিয়ে মাথার চুল কেটে দেওয়া হয় এবং বিবস্ত্র করে মারধর করা হয়।
এ ছাড়া মুখোশ পড়া কয়েকজন ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ।
এই বিষয়ে মারধরের শিকার নারী জানান, তাদের বসতবাড়ি নিজেদের দাবি করে দীর্ঘদিন ধরে অভিযুক্তরা দখল করতে চেষ্টা করছে, আর এর ধারাবাহিকতায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি শাস্তির দাবি করেন।
স্থানীয় বাসিন্দা মিলন পাল জানান, বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী অজিত দাশ। তাঁর পরিবারসহ ৪-৫ জন নারী এবং ৭-৮ জন মুখোশ পড়া লোকজন নিয়ে ওই নারীকে বাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে হামলা চালায়। ওই নারীর বাড়ির জায়গাটি অজিত দাশ নিজের দাবি করে আসছেন। আর এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।
তিনি আরও বলেন, মারধরের পর পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অজিত দাশসহ চারজনকে আটক করে পুলিশ।
এই বিষয়ে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, এই ঘটনায় আজ শনিবার সকালে ওই নারী মামলা করেন। মামলায় আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
গোপালগঞ্জে কারাগারে হামলার ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬১ জনকে আসামি করে মামলা করেছে জেলা কারাগার। গতকাল মঙ্গলবার রাতে কারাগারের ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামান বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।
৬ মিনিট আগেতিনি বলেন, সচিবালয়ে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এই মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়।
১৪ মিনিট আগেমিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতে গত এক বছরের বেশি সময়ে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় নেওয়া তঞ্চঙ্গ্যা জাতিগোষ্ঠীর ৭১ জন স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেল। তারা সবাই ১৫ তঞ্চঙ্গ্যা পরিবারের সদস্য। আজ বুধবার ও আগের দিন মঙ্গলবার তাঁদের ফেরত পাঠায় ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত...
১৯ মিনিট আগেলক্ষ্মীপুরের রামগতিতে ওমানপ্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হকবাজারসংলগ্ন বেড়িবাঁধের ওপরে তাঁর মরদেহ পাওয়া যায়।
২৪ মিনিট আগে