Ajker Patrika

কুমিল্লায় শ্বাসরোধে শিশুকে হত্যা, সৎ বাবার মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় শ্বাসরোধে শিশুকে হত্যা, সৎ বাবার মৃত্যুদণ্ড

কুমিল্লা শিশু আরাফাত হোসেন বাপ্পী (৭) হত্যা মামলায় সৎ বাবা মো. সেলিম রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। মামলার সরকারি অতিরিক্ত কৌশলী (এপিপি) মোহাম্মদ সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি মো. সেলিম রুবেল (২৫) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনাজোর গ্রামের বাসিন্দা। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৫ এপ্রিল সকালে বাপ্পিকে চকলেট দেওয়ার কথা বলে বাড়ি থেকে সাইকেলে নিয়ে বের হন সেলিম। পরে সদর দক্ষিণ উপজেলার ধনাজোর বিলের কাছে নিয়ে গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করেন। হত্যার পর শিশুর লাশ বিলের কচুরিপানায় ভেতর রেখে নিজেই এলাকায় নিখোঁজের মাইকিং করেন। 

এ ঘটনায় ২০২২ সালের ১৮ এপ্রিল নিহতের মামা মো. আল-আমিন বাদী হয়ে নিহতের সৎ বাবা সেলিম রুবেলকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার এপিপি মোহাম্মদ সেলিম মিয়া আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে শিশুটিকে হত্যা করা হয়। মামলাটিতে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত