Ajker Patrika

সীতাকুণ্ডে নাশকতা মামলায় সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৭: ০৫
সীতাকুণ্ডে নাশকতা মামলায় সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে নাশকতা মামলায় মো. আরশাদ ওরফে এরশাদ (৫২) নামের সাবেক এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে এরশাদকে গ্রেপ্তার করা হয়। এরশাদ উপজেলার সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর এলাকার মৃত জহুরুল আলমের ছেলে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফায়েল আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামি সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক। ২০১৩ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। সব কটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত