Ajker Patrika

নোয়াখালীতে অবরোধের সমর্থনে মিছিল, বাস ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৩: ৩৬
নোয়াখালীতে অবরোধের সমর্থনে মিছিল, বাস ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

বিএনপি ও সমমনা দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে নোয়াখালীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে অবরোধ সমর্থকেরা। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে দূরপাল্লার বাস। এতে বাসে থাকা একজন যাত্রী আহত হয়েছেন। 

আজ রোববার বেলা ১১টার দিকে জেলা শহরের সোনাপুর বাজার থেকে ঢাকার উদ্দেশে ‘একুশে পরিবহন’ নামে একটি বাস ছেড়ে আসে। বাসটি মাইজদী নোয়া কনভেনশন হলের সামনে পৌঁছালে এতে হামলা চালায় অবরোধ সমর্থকেরা। এ সময় তাদের হামলায় বাসে থাকা ২৬ জন যাত্রীর মধ্যে একজন আহত হন, ভাঙচুর করা হয় বাসটির গ্লাস। 

এদিকে অবরোধের সমর্থনে জেলা শহর মাইজদীসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মিছিল ও পিকেটিং করার চেষ্টা করে হরতাল সমর্থকেরা। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। 

এ ছাড়া বিএনপি ও সমমনা দলের অবরোধ চললেও এর তেমন কোনো প্রভাব পড়েনি নোয়াখালীতে। সকাল থেকে জেলার প্রতিটি আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধ ঘিরে সব ধরনের সহিংসতা এড়াতে ও পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি র‍্যাবের একাধিক দল টহলে রয়েছে। 

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়কের পাশ থেকে চলন্ত গাড়িতে ঢিল মারে পিকেটাররা। আহত যাত্রীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত