Ajker Patrika

কানায় কানায় পূর্ণ গণসমাবেশের মঞ্চে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৫: ০৬
কানায় কানায় পূর্ণ গণসমাবেশের মঞ্চে মির্জা ফখরুল

নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই গণসমাবেশের মঞ্চে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। কানায় কানায় পরিপূর্ণ বঙ্গবন্ধু উদ্যান তখন হাজার হাজার নেতাকর্মীর মুহুর্মুহু স্লোগানে মুখিরত।

নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা আগে বেলা সাড়ে ১১টায় কোরআন তিলাওয়াত, দোয়া-মোনাজাত এবং এরপর দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গণসমাবেশ শুরু হয়।

সমাবেশে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় ও বরিশাল বিভাগীয় নেতারা জানিয়েছেন, সমাবেশ নির্ধারিত সময়ের আগে শুরু হলেও প্রধান অতিথি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা নির্ধারিত সময়েই মঞ্চে আসবেন। সমাবেশে যোগ দিতে গতকাল শুক্রবার রাতেই বরিশালে পৌঁছেছেন প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা।

সরেজমিনে দেখা যায়, বরিশাল বিভাগীয় গণসমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান লোকে লোকারণ্য হয়ে উঠেছে। আশপাশের এক থেকে দেড় কিলোমিটার এলাকা লোকারণ্য হয়ে পড়ায় সাড়ে ১১টার দিকে গণসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। বরগুনা জেলা বিএনপির এক নেতা প্রথম বক্তা হিসেবে বক্তৃতা দেন। এরপরে বিভিন্ন জেলার নেতারা পর্যায়ক্রমে বক্তৃতা করছেন। সমাবেশের আনুষ্ঠানিকতা শুরুর আগে আজ শনিবার সকাল থেকেই মঞ্চে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সদস্যরা দেশাত্মবোধক গান পরিবেশ করতে থাকেন।

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত