ভোলা সংবাদদাতা
ভোলায় থানা হাজতে হাসান (২৩) নামে এক আসামির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত ৩১ মার্চ সোমবার ঈদের দিন রাত ১১টা থেকে ১২টার মধ্যে যে কোনো সময় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসান ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
তিনি নারায়ণগঞ্জে রহমান গার্মেন্টসের একজন কর্মী ছিলেন। ঈদে গ্রামের বাড়ি ভোলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামে এসেছিলেন।
পুলিশ বলছে, আসামি আত্মহত্যা করেছে। আর স্বজনদের প্রশ্ন থানা হাজতে আসামি কীভাবে আত্মহত্যা করতে পারে?
খবরের সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে জানান, ঈদের দিন বেলা সাড়ে ১১টার দিকে একটি ধর্ষণ মামলার অভিযোগে আসামি হাসানকে আটক করে থানা-পুলিশ। এ সময় ভিকটিমকেও তাঁদের হেফাজতে রাখা হয়।
পরে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা শেষে আসামি হাসানকে বিকেলে সদর মডেল থানার হাজতে আটকে রাখা হয়। পরে রাত ১১টা থেকে ১২টার মধ্যে যেকোনো সময় হাজতের মধ্যে থাকা জায়নামাজ পেঁচিয়ে বাথরুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে থানায় দায়িত্বরত সেন্ট্রি দেখতে পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ভোলা সদরের জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
তবে, নিহত হাসানের স্ত্রী নুর নাহার দাবি করে বলেন, ‘মিথ্যা ধর্ষণের অভিযোগ এনে মেয়ে পক্ষের লোকজন আমার স্বামীকে মারধর করেছে। আর পুলিশও মিথ্যা মামলায় আসামি করে আমার স্বামীকে আটক করে হাজতে ভরেছে।’ হাসানের স্ত্রী নুর নাহার প্রশ্ন করে বলেন, ‘থানা হাজতের মধ্যে একজন আসামি জায়নামাজ দিয়ে কীভাবে আত্মহত্যা করতে পারেন?’
ভোলায় থানা হাজতে হাসান (২৩) নামে এক আসামির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত ৩১ মার্চ সোমবার ঈদের দিন রাত ১১টা থেকে ১২টার মধ্যে যে কোনো সময় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসান ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
তিনি নারায়ণগঞ্জে রহমান গার্মেন্টসের একজন কর্মী ছিলেন। ঈদে গ্রামের বাড়ি ভোলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামে এসেছিলেন।
পুলিশ বলছে, আসামি আত্মহত্যা করেছে। আর স্বজনদের প্রশ্ন থানা হাজতে আসামি কীভাবে আত্মহত্যা করতে পারে?
খবরের সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে জানান, ঈদের দিন বেলা সাড়ে ১১টার দিকে একটি ধর্ষণ মামলার অভিযোগে আসামি হাসানকে আটক করে থানা-পুলিশ। এ সময় ভিকটিমকেও তাঁদের হেফাজতে রাখা হয়।
পরে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা শেষে আসামি হাসানকে বিকেলে সদর মডেল থানার হাজতে আটকে রাখা হয়। পরে রাত ১১টা থেকে ১২টার মধ্যে যেকোনো সময় হাজতের মধ্যে থাকা জায়নামাজ পেঁচিয়ে বাথরুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে থানায় দায়িত্বরত সেন্ট্রি দেখতে পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ভোলা সদরের জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
তবে, নিহত হাসানের স্ত্রী নুর নাহার দাবি করে বলেন, ‘মিথ্যা ধর্ষণের অভিযোগ এনে মেয়ে পক্ষের লোকজন আমার স্বামীকে মারধর করেছে। আর পুলিশও মিথ্যা মামলায় আসামি করে আমার স্বামীকে আটক করে হাজতে ভরেছে।’ হাসানের স্ত্রী নুর নাহার প্রশ্ন করে বলেন, ‘থানা হাজতের মধ্যে একজন আসামি জায়নামাজ দিয়ে কীভাবে আত্মহত্যা করতে পারেন?’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে আনন্দমুখর ছিল পুরো ক্যাম্পাস। বাঙালি সংস্কৃতির অংশ মাছ, তরমুজ, ডাকটিকিটের বাক্স, হাতপাখাসহ বিভিন্ন ঐতিহ্যের প্রতীক নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন শিক্ষক, শিক্ষার
১৩ মিনিট আগেনতুন বছরকে স্বাগত জানাতে আজ সকাল ৮টায় নগর ভবন থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে গোলাপ শাহ মাজার প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনে এসে শেষ হয়। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কিত পরিবেশনা উপস্থাপন করেন ডিএসসিসি পরিচালিত বিভিন্ন সংগীত শিক্ষা কেন্দ্রের
১৮ মিনিট আগেবরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া বাজারে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, চারটি বসতঘর ও একটি পিকআপ আগুনে পুড়ে গেছে। গতকাল রোববার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম সিকদার পনু।
২৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ক্যাসিনোর আসরে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে ছয় পুলিশ সদস্য আহত হন। পরে থানা থেকে আরও পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। গতকাল রোববার রাতে শ্রীপুর পৌরসভার বেতঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
২৩ মিনিট আগে