Ajker Patrika

বেতাগীতে জব্দকৃত ২৭ বস্তা চাল এতিমখানায় বিতরণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বেতাগীতে জব্দকৃত ২৭ বস্তা চাল এতিমখানায় বিতরণ

বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ভবন থেকে জেলেদের জন্য বরাদ্দ হওয়া অবিতরণকৃত সরকারি ভিজিএফের জব্দকৃত ২৭ বস্তা চাল এতিমখানায় বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেতাগী উপজেলা পরিষদ চত্বরে এ চাল বিতরণ করা হয়। 

জব্দকৃত ভিজিএফের চাল বিতরণ করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইছা ইকবাল ও হোসনাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান। জব্দ করা ২৭ বস্তা ভিজিএফের মোট ৮১০ কেজি চাল উপজেলার ১১টি এতিমখানায় বিতরণ করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগীর সদর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিভিন্ন ওয়ার্ডে বিতরণ শেষে ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির খলিফা ১১০ বস্তা চাল জেলেদের মাঝে বিতরণ না করে ইউপি কার্যালয়ের দুটি কক্ষে অবৈধভাবে মজুদ করে রাখেন। 

খবর পেয়ে গত ৮ জুন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের ভবন থেকে জেলেদের জন্য বরাদ্দ হওয়া অবিতরণকৃত সরকারি ভিজিএফের ১১০ বস্তা চাল জব্দ করেন। 

অভিযানের নেতৃত্বে থাকা ইউএনও এ সময় জেলেদের চাল বিতরণের মাস্টার রোল দেখতে চাইলে ইউপি চেয়ারম্যান ও সচিব ৫০৯ জন জেলের চাল বিতরণের তালিকা দেখান। এ সময় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খলিফা দাবি করেন ৩১ জন জেলে সময় মতো চাল নিতে না আসায় তাদের জন্য বরাদ্দকৃত চাল রয়ে গেছে। তবে তিনি তখন জেলেদের মাস্টার রোলের তালিকার বাইরে দাবিকৃত অতিরিক্ত ওই ৩১ জন জেলের কোনো হিসাব দেখাতে পারেন নি। তবুও ইউএনও ৩১ জন জেলের জন্য বরাদ্দ ৮৩ বস্তা চাল বাদ দিয়ে বাকি ২৭ বস্তা চাল জব্দ করে ইউপি সচিবের জিম্মায় রেখে আসেন। 

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, চাল পচনশীল হওয়ায় সদর ইউনিয়ন পরিষদ থেকে জব্দকৃত ২৭ বস্তা ভিজিএফের চাল উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত