Ajker Patrika

পটকা মাছ খেয়ে এক জেলের মৃত্যু, ২ জনের অবস্থা গুরুতর

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পটকা মাছ খেয়ে এক জেলের মৃত্যু, ২ জনের অবস্থা গুরুতর

কাউখালীতে পটকা মাছ খেয়ে এক জেলের মৃত্যু হয়েছে। আরও দুই জেলে হাসপাতালে চিকিৎসাধীন। 

মারা যাওয়া জেলে সুশীল দাস (৫০) বানরীপাড়া উপজেলার কামাড়বাড়ী গ্রামের রাম দাসের ছেলে। 

অসুস্থ দুই জেলে হলেন—একই উপজেলার একই গ্রামের নিত্যানন্দ বিশ্বাসের ছেলে রবীন্দ্রনাথ বিশ্বাস (৫২) এবং হিরালাল। তাঁরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। 

জানা গেছে, বানরীপাড়া থেকে জেলেদের ১১ জনের একটি দল কিছুদিন আগে ট্রলার নিয়ে সুন্দরবন এলাকায় মাছ ধরতে যায়। সেখান থেকে আজ সোমবার ট্রলারে বাড়ি ফেরার পথে পটকা মাছ রান্না করে খান তাঁরা। কিছুক্ষণ পরই তিনজন অসুস্থ হয়ে পড়েন। কাউখালীর সন্ধ্যা নদীতে পৌঁছামাত্র গুরুতর অসুস্থ হলে সঙ্গীরা তাঁদের কাউখালী হাসপাতালে ভর্তি করেন। 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। অপর দুজনকে নিয়ে সঙ্গীরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে যান। 

কাউখালী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মামুন হোসেন জানান, দুপুরের দিকে এ রকম অসুস্থ দুই জন রোগী নিয়ে এলে চিকিৎসার আগেই একজন মারা যান। সঙ্গে থাকা জেলেরা জানান, পটকা মাছ খেয়ে তাঁরা অসুস্থ হয়েছেন। 

এ ব্যাপারে কাউখালী থানার ওসি বনি আমিন জানান, ঘটনাটি সত্য। তবে আর কোনো রহস্য আছে কি না তদন্ত করে বের করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত