রাশেদ নিজাম, বরিশাল থেকে
কেউ খিচুড়ি খাচ্ছেন, কেউ ভাত। কেউ বা আসার ক্লান্তিতে একটু জিরিয়ে নিচ্ছেন। আজ শুক্রবার দুপুরে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানের চিত্রটা এমনই। বিএনপির নেতা-কর্মীরা এই উদ্যানের সাবেক নাম বেলস পার্ক হিসেবেই ডাকছেন। বিশাল উদ্যানটির চারদিকেই শুধু সমাবেশে আসা মানুষের ভিড়। এখানেই আগামীকাল (৫ নভেম্বর) ধারাবাহিক বিভাগীয় সমাবেশের পঞ্চম পর্ব ডেকেছে বিএনপি।
মূল মঞ্চের সামনেই তাঁবু গেড়েছে ঝালকাঠি জেলা কৃষক দল। গতকালই তারা নিজেদের ভ্যানে রান্নার ডেকচি, হাঁড়ি, গ্যাসের চুলাসহ চলে এসেছেন। জুমার নামাজের পরে দেখা গেল সবাই পাতলা খিচুড়ি খাচ্ছেন। নলছিটি উপজেলা কৃষক দলের সভাপতি খোকন জানালেন, ২০০ জনের জন্য রান্না করেছেন তাঁরা। নিজেদের বাদে বাকি ১০০ সমাবেশের অন্যদের খাইয়েছেন।
তাঁবুর নিচে দোকান থেকে কিনে আনা খিচুড়ি খাচ্ছিলেন পিরোজপুর ছাত্রদলের নেতারা। একজন মন্তব্য করলেন, ‘ডিমডা আরেকটু বড় অইলে ভালো অইতে।’
মাঠের ডান পাশে বিশাল জায়গাজুড়ে রাতে তাঁবু করে থেকেছেন বরগুনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। যেখানে থেকেছেন সেখানেই দুপুরে খাওয়ার জন্য সবাই সারিবদ্ধভাবে বসেছেন। রান্না হচ্ছে পাশে। আরও কিছুটা সময় লাগবে, তাই অনেকেই ‘অ্যা ব্যাডা, প্যাট চো চো করতে আছে।’ এমন করে পাশেরজনকে বলছেন।
যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের দু-তিনটা দল মাঠের একটি অংশে মিছিল করছে। বিশেষ করে নেতারা এলে তাদের স্লোগানের জোরও বেড়ে যাচ্ছে। মূল মঞ্চের কাজ প্রায় শেষ। চেয়ার এখনো আসেনি। বিএনপির নেতারা জানিয়েছেন, বরিশালে কোনো ডেকোরেটর থেকে তাঁদের মাইক ভাড়া দেওয়া হয়নি। তাই ঢাকা থেকে পিকআপে করে মাইক আনা হয়েছে। তা বিকেলের মধ্যে লাগানো হবে। মঞ্চের পেছনে মাইকগুলো সারিবদ্ধ করে রাখা।
পেছনেই একটি ছোট পুকুরের পরে জেলার ডিসি, পুলিশ সুপারদের বাসভবন। সামনের রাস্তায় অসংখ্য নেতা-কর্মী বসে আছেন। ঝালমুড়ি, ডাব, চায়ের দোকানগুলো চলে গেছে তাঁদের কাছে। তাই ব্যবসাও জমজমাট।
বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী ও মিডিয়া কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ বললেন, ‘আমাদের পক্ষ থেকে এত মানুষের খাবার সরবরাহ করা সম্ভব হবে না। তাই নিজেরাই রান্না করে সবাই খাচ্ছেন। রাতে প্রচুর মানুষ ছিলেন। আজ রাতে পুরো মাঠই ভরে যাবে। প্রশাসন সবকিছু বন্ধ করে এক দিনের সমাবেশকে তিন দিনের করে দিয়েছে। এটা নেতা-কর্মীদের এবং দলকে উজ্জীবিত করতে আরও সহায়তা করেছে।
বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এ জেড এম জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হোটেলে পয়সা দিয়ে সিট নেওয়ার পরেও বের করে দেওয়া হচ্ছে। একটি কমিউনিটি সেন্টার ভাড়া নিয়েছিলেন কর্মীরা। সেটাও তালা মেরে দেওয়া হয়েছে। আশা করছি আজ রাত ১১টার মধ্যেই সবাই চলে আসবেন। মাঠেই থাকবেন সবাই।’
সরকারি দল নানা সমিতির নামে প্রতিবন্ধকতা করেছে। সব বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন জাহিদ। তাঁর মতে, মানুষের আবেগকে বন্ধ করা যায়নি। প্রত্যন্ত উপজেলা থেকে নেতা-কর্মীরা বাধা উপেক্ষা করে চলে এসেছেন। শান্তিপূর্ণভাবেই শনিবার মহাসমাবেশ হবে।
কেউ খিচুড়ি খাচ্ছেন, কেউ ভাত। কেউ বা আসার ক্লান্তিতে একটু জিরিয়ে নিচ্ছেন। আজ শুক্রবার দুপুরে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানের চিত্রটা এমনই। বিএনপির নেতা-কর্মীরা এই উদ্যানের সাবেক নাম বেলস পার্ক হিসেবেই ডাকছেন। বিশাল উদ্যানটির চারদিকেই শুধু সমাবেশে আসা মানুষের ভিড়। এখানেই আগামীকাল (৫ নভেম্বর) ধারাবাহিক বিভাগীয় সমাবেশের পঞ্চম পর্ব ডেকেছে বিএনপি।
মূল মঞ্চের সামনেই তাঁবু গেড়েছে ঝালকাঠি জেলা কৃষক দল। গতকালই তারা নিজেদের ভ্যানে রান্নার ডেকচি, হাঁড়ি, গ্যাসের চুলাসহ চলে এসেছেন। জুমার নামাজের পরে দেখা গেল সবাই পাতলা খিচুড়ি খাচ্ছেন। নলছিটি উপজেলা কৃষক দলের সভাপতি খোকন জানালেন, ২০০ জনের জন্য রান্না করেছেন তাঁরা। নিজেদের বাদে বাকি ১০০ সমাবেশের অন্যদের খাইয়েছেন।
তাঁবুর নিচে দোকান থেকে কিনে আনা খিচুড়ি খাচ্ছিলেন পিরোজপুর ছাত্রদলের নেতারা। একজন মন্তব্য করলেন, ‘ডিমডা আরেকটু বড় অইলে ভালো অইতে।’
মাঠের ডান পাশে বিশাল জায়গাজুড়ে রাতে তাঁবু করে থেকেছেন বরগুনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। যেখানে থেকেছেন সেখানেই দুপুরে খাওয়ার জন্য সবাই সারিবদ্ধভাবে বসেছেন। রান্না হচ্ছে পাশে। আরও কিছুটা সময় লাগবে, তাই অনেকেই ‘অ্যা ব্যাডা, প্যাট চো চো করতে আছে।’ এমন করে পাশেরজনকে বলছেন।
যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের দু-তিনটা দল মাঠের একটি অংশে মিছিল করছে। বিশেষ করে নেতারা এলে তাদের স্লোগানের জোরও বেড়ে যাচ্ছে। মূল মঞ্চের কাজ প্রায় শেষ। চেয়ার এখনো আসেনি। বিএনপির নেতারা জানিয়েছেন, বরিশালে কোনো ডেকোরেটর থেকে তাঁদের মাইক ভাড়া দেওয়া হয়নি। তাই ঢাকা থেকে পিকআপে করে মাইক আনা হয়েছে। তা বিকেলের মধ্যে লাগানো হবে। মঞ্চের পেছনে মাইকগুলো সারিবদ্ধ করে রাখা।
পেছনেই একটি ছোট পুকুরের পরে জেলার ডিসি, পুলিশ সুপারদের বাসভবন। সামনের রাস্তায় অসংখ্য নেতা-কর্মী বসে আছেন। ঝালমুড়ি, ডাব, চায়ের দোকানগুলো চলে গেছে তাঁদের কাছে। তাই ব্যবসাও জমজমাট।
বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী ও মিডিয়া কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ বললেন, ‘আমাদের পক্ষ থেকে এত মানুষের খাবার সরবরাহ করা সম্ভব হবে না। তাই নিজেরাই রান্না করে সবাই খাচ্ছেন। রাতে প্রচুর মানুষ ছিলেন। আজ রাতে পুরো মাঠই ভরে যাবে। প্রশাসন সবকিছু বন্ধ করে এক দিনের সমাবেশকে তিন দিনের করে দিয়েছে। এটা নেতা-কর্মীদের এবং দলকে উজ্জীবিত করতে আরও সহায়তা করেছে।
বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এ জেড এম জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হোটেলে পয়সা দিয়ে সিট নেওয়ার পরেও বের করে দেওয়া হচ্ছে। একটি কমিউনিটি সেন্টার ভাড়া নিয়েছিলেন কর্মীরা। সেটাও তালা মেরে দেওয়া হয়েছে। আশা করছি আজ রাত ১১টার মধ্যেই সবাই চলে আসবেন। মাঠেই থাকবেন সবাই।’
সরকারি দল নানা সমিতির নামে প্রতিবন্ধকতা করেছে। সব বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন জাহিদ। তাঁর মতে, মানুষের আবেগকে বন্ধ করা যায়নি। প্রত্যন্ত উপজেলা থেকে নেতা-কর্মীরা বাধা উপেক্ষা করে চলে এসেছেন। শান্তিপূর্ণভাবেই শনিবার মহাসমাবেশ হবে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল এমন প্রত্যয়নপত্র দিয়েছেন বলে জানা গেছে। মো. শরীফ মিয়া (২২) নামে এক যুবককে ধর্ষক হিসেবে আখ্যায়িত করে এ প্রত্যয়নপত্র দেওয়া হয়।
১৬ মিনিট আগেপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) আওতাধীন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) পিইপিঅ্যান্ডএম বিভাগে কর্মরত মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) মো. আবু তালেব ফরাজীকে কাজের স্বার্থে সংস্থার আওতাধীন বড়পুকুরিয়া...
২৯ মিনিট আগেসুনামগঞ্জে বাস ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
১ ঘণ্টা আগেবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিন রোববার সন্ধ্যার পর সাংবাদিকদের বলেন, ‘বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর জন্য আমার কাছে সরকারি কোনো নির্দেশনা আসেনি। তাই আমি ছবি সরাতে যাইনি। মূলত বিদ্যালয় এলাকার একটি মহল সকালে বিদ্যালয়ে এসে দেয়ালে বঙ্গবন্ধুর ছবি দেখে ক্ষোভ প্রকাশ করে।’
১ ঘণ্টা আগে