নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন নাবিক হোসাইন মোহাম্মদ আলী (২৬)। এরপর দুই মাস আগে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক হিসেবে যোগ দেন মোহাম্মদ আলী।
বরিশালের বানারিপাড়া উপজেলার বিসারাকান্দি ইউনিয়নের উমরেরপাড় গ্রামের বাসিন্দা তিনি।
গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা বোঝাই জাহাজ নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। জিম্মি করা হয় জাহাজে থাকা ২৩ নাবিককে। যাদের মধ্যে আছেন বরিশালের হোসাইন মোহাম্মদ আলীও।
মোহাম্মদ আলী স্ত্রী ইয়া মনিকে কথা দিয়েছিলেন কোরবানির ঈদে বাড়ি ফিরবেন। সেই ফেরা এখন অনিশ্চিত।
আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মোহাম্মদ আলীর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা বলেন, ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন হোসাইন মোহাম্মদ আলী। তিনি বিজ্ঞান বিভাগে ২০১৪ সালে জিপিএ ৫ পেয়ে মাধ্যমিক পাস করেন। এরপরে ভর্তি হন নারায়ণগঞ্জের মেরিন একাডেমিতে। সেখানে চার বছর পড়ালেখা শেষ করে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগ দেন ২০২০ সালে। দুই মাস আগে দক্ষিণ কোরিয়া গিয়ে এমভি আবদুল্লাহ নামের জাহাজে নাবিক হিসেবে কাজ শুরু করেন।
গতকাল মঙ্গলবার যখন জলদস্যুরা তাঁদের জিম্মি করে তখন মোবাইল ফোনে বার্তা দিয়ে পরিবারকে আলী জানিয়েছিলেন, হয়তো মুক্তি পাওয়ার আগে আর যোগাযোগ হবে না। এ কথা শোনার পর থেকেই স্বজনদের কান্না আর থামছে না।
সদ্য বিবাহিত স্ত্রী ইয়া মনি আজ সাংবাদিকদের বলেন, আগামী কোরবানির ঈদে বাড়িতে ফেরার কথা ছিল আলীর। পরিকল্পনা ছিল দুজন মিলে ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যাবেন তাঁরা।
এদিকে সন্তান জিম্মি হওয়ার সংবাদ পাওয়ার পর থেকেই অঝোরে কাঁদছেন আলীর মা নাসিমা পারভিন। সন্তানকে ফিরে পেতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।
নাবিক আলীর বাবা এমাম হোসেন মোল্লা বলেন, সামনের কোরবানির ঈদে আলী হোসেনের বড় ভাইয়ের সঙ্গে বাড়িতে এসে একত্রে কোরবানি দেওয়ার কথা ছিল তাঁর।
বিশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত বলেন, গত বছরের শেষে বিবাহ করেছিলেন আলী হোসেন। এ ঘটনায় আলীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন নাবিক হোসাইন মোহাম্মদ আলী (২৬)। এরপর দুই মাস আগে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক হিসেবে যোগ দেন মোহাম্মদ আলী।
বরিশালের বানারিপাড়া উপজেলার বিসারাকান্দি ইউনিয়নের উমরেরপাড় গ্রামের বাসিন্দা তিনি।
গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা বোঝাই জাহাজ নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। জিম্মি করা হয় জাহাজে থাকা ২৩ নাবিককে। যাদের মধ্যে আছেন বরিশালের হোসাইন মোহাম্মদ আলীও।
মোহাম্মদ আলী স্ত্রী ইয়া মনিকে কথা দিয়েছিলেন কোরবানির ঈদে বাড়ি ফিরবেন। সেই ফেরা এখন অনিশ্চিত।
আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মোহাম্মদ আলীর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা বলেন, ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন হোসাইন মোহাম্মদ আলী। তিনি বিজ্ঞান বিভাগে ২০১৪ সালে জিপিএ ৫ পেয়ে মাধ্যমিক পাস করেন। এরপরে ভর্তি হন নারায়ণগঞ্জের মেরিন একাডেমিতে। সেখানে চার বছর পড়ালেখা শেষ করে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগ দেন ২০২০ সালে। দুই মাস আগে দক্ষিণ কোরিয়া গিয়ে এমভি আবদুল্লাহ নামের জাহাজে নাবিক হিসেবে কাজ শুরু করেন।
গতকাল মঙ্গলবার যখন জলদস্যুরা তাঁদের জিম্মি করে তখন মোবাইল ফোনে বার্তা দিয়ে পরিবারকে আলী জানিয়েছিলেন, হয়তো মুক্তি পাওয়ার আগে আর যোগাযোগ হবে না। এ কথা শোনার পর থেকেই স্বজনদের কান্না আর থামছে না।
সদ্য বিবাহিত স্ত্রী ইয়া মনি আজ সাংবাদিকদের বলেন, আগামী কোরবানির ঈদে বাড়িতে ফেরার কথা ছিল আলীর। পরিকল্পনা ছিল দুজন মিলে ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যাবেন তাঁরা।
এদিকে সন্তান জিম্মি হওয়ার সংবাদ পাওয়ার পর থেকেই অঝোরে কাঁদছেন আলীর মা নাসিমা পারভিন। সন্তানকে ফিরে পেতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।
নাবিক আলীর বাবা এমাম হোসেন মোল্লা বলেন, সামনের কোরবানির ঈদে আলী হোসেনের বড় ভাইয়ের সঙ্গে বাড়িতে এসে একত্রে কোরবানি দেওয়ার কথা ছিল তাঁর।
বিশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত বলেন, গত বছরের শেষে বিবাহ করেছিলেন আলী হোসেন। এ ঘটনায় আলীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
১১ মিনিট আগে২০৩০ সালের মধ্যে রাজধানীতে নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ঢাকা শহরের বাস রুট যৌক্তিকীকরণ এবং প্রতি রুটে অভিন্ন কোম্পানির অধীনে বাস সার্ভিস চালুর একটি উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। এজন্য ২৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরু করা হয় ২০২০ সালের ১ মার্চ।
৪২ মিনিট আগেপুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৫ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে