প্রতিনিধি
বরিশাল: বরিশালে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে বরিশাল বিভাগে ৭২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, চলতি মাসের গত ২৯ দিনে বরিশাল বিভাগে আক্রান্ত ৩ হাজার ১৫২ জনের মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়েছে। যা চার মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া মোট ৯৫ হাজার ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় ১৪ হাজার ৪৭৫ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় নতুন করে ৪১ জন আক্রান্তসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭৪ জন। আবার করোনা উপসর্গ নিয়ে আরও দুইজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের এই সংখ্যার মধ্যে নগরীতে রয়েছে ৫ হাজার ৭০০ জন। এ জেলায় মোট ১০৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নগরীর বাসিন্দা রয়েছেন ৬৫ জন।
ভোলার করোনা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। জেলাটিতে গত ২৪ ঘণ্টায় ১৪ জন আক্রান্ত হয়েছেন। এ জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৭৪৪ জনের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে ভোলায় করোনা সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে। একই সময়ে পটুয়াখালীতে নতুন আক্রান্ত হয়েছে ৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ১০৭ জন। এই জেলায় মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। বিভাগের ছোট জেলা ঝালকাঠিতে নতুন ৫ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৬২ জন। মারা গেছেন ২৪ জন। পিরোজপুরে দু’জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৬ জনে। এদের মধ্যে মারা গেছেন ৩১ জন। বরগুনা জেলায় ২৪ ঘণ্টায় একজন আক্রান্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে।
বরিশাল: বরিশালে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে বরিশাল বিভাগে ৭২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, চলতি মাসের গত ২৯ দিনে বরিশাল বিভাগে আক্রান্ত ৩ হাজার ১৫২ জনের মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়েছে। যা চার মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া মোট ৯৫ হাজার ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় ১৪ হাজার ৪৭৫ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় নতুন করে ৪১ জন আক্রান্তসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭৪ জন। আবার করোনা উপসর্গ নিয়ে আরও দুইজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের এই সংখ্যার মধ্যে নগরীতে রয়েছে ৫ হাজার ৭০০ জন। এ জেলায় মোট ১০৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নগরীর বাসিন্দা রয়েছেন ৬৫ জন।
ভোলার করোনা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। জেলাটিতে গত ২৪ ঘণ্টায় ১৪ জন আক্রান্ত হয়েছেন। এ জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৭৪৪ জনের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে ভোলায় করোনা সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে। একই সময়ে পটুয়াখালীতে নতুন আক্রান্ত হয়েছে ৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ১০৭ জন। এই জেলায় মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। বিভাগের ছোট জেলা ঝালকাঠিতে নতুন ৫ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৬২ জন। মারা গেছেন ২৪ জন। পিরোজপুরে দু’জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৬ জনে। এদের মধ্যে মারা গেছেন ৩১ জন। বরগুনা জেলায় ২৪ ঘণ্টায় একজন আক্রান্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০জামালপুর পৌরসভার এক কর্মচারীকে নাশকতার সন্দেহে আটকের পর তাঁর সহকর্মীদের তোপের মুখে ছেড়ে দিয়েছে পুলিশ। ওই কর্মচারীর নাম আবু খালেক। তিনি পৌরসভার টিকাদানকারী সুপারভাইজার হিসেবে কর্মরত। তাঁকে আজ সোমবার বেলা ২টা দিকে পৌর কার্যালয় থেকে আটকের পর বিকেল ৪টার দিকে সদর থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
১২ মিনিট আগেমৃত্যুর আগে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ নিজের চোখ দান করার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি। মৃত্যুর পর চোখ দান করার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তাঁর চোখ নেওয়া সম্ভব হয়নি।
১৬ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পার্কেসার রুদাবা সুলতানা আটক হয়েছেন। আজ সোমবার (৪ আগস্ট) বিকেলে রিয়াদ থেকে আসা বিজি-৩৪০ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার পর কাস্টমসের একটি দল তাকে সন্দেহজনক আচরণের জন্য চ্যালেঞ্জ করে।
২৩ মিনিট আগে