বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে একই দিনে পাল্টাপাল্টি কর্মিসভা আহ্বানকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছে উপজেলা বিএনপির দুটি পক্ষ। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন এই নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। আজ রোববার বেলা আড়ইটায় উপজেলার পৌর শহরে মাইকিং করে নিষেধাজ্ঞার বিষয়টি প্রচার করা হয়।
ইউএনও মো. সুহৃদ সালেহীন নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, প্রায় একই সময়ে ও কাছাকাছি স্থানে বিএনপির দুটি পক্ষ কর্মিসভা আহ্বান করেছে। তাই সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বলে প্রশাসন মনে করছে। তাই রোববার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার পৌর শহরের আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।
জানা যায়, বরগুনা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি গত ১৮ জুন বেতাগী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করে। বেতাগী উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠনের জন্য উপজেলা ও পৌর বিএনপির দুটি পক্ষ জেলা বিএনপির নেতাদের নিয়ে রোববার বিকেলে কর্মিসভা করার প্রস্তুতি নেয়। কর্মীসভাকে কেন্দ্র করে কয়েক দিন যাবৎ স্থানীয় নেতা-কর্মীদের মধ্য চলছিল চরম উৎকণ্ঠা ও উত্তেজনা। এর পরিপ্রেক্ষিতে পৌর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মল্লিকের নেতৃত্বে বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবিরের নেতৃত্বে পৌর শহরের পুরাতন ডাক বাংলোয় বিকেল সাড়ে ৫টায় কর্মিসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মিসভায় বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলম ফারুক মোল্লার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকায় প্রশাসন রোববার মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
এ বিষয়ে সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মল্লিক বলেন, ‘রোববার বিকেল ৪টায় উপজেলা ও পৌর বিএনপির কমিটি পুনর্গঠনের জন্য আমাদের কর্মিসভা ছিল, কিন্তু বিএনপির বহিষ্কৃত একদল নেতা-কর্মী শহরের পুরাতন ডাকবাংলোর সামনে পৃথক সভা করতে মঞ্চ তৈরি করেন। প্রশাসন সেটি দেখে দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে। ওই পক্ষ পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে।’
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির বলেন, ‘দীর্ঘ সাত বছর পর আয়োজিত কর্মিসভাকে ঘিরে আমাদের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। প্রতিপক্ষ এতে ঈর্ষান্বিত হয়ে আমার কর্মীদের ফোন দিয়ে সভায় আসতে নিষেধ করে। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় তারা কর্মিসভায় বাধা দেয়। এতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।’
বরগুনার বেতাগীতে একই দিনে পাল্টাপাল্টি কর্মিসভা আহ্বানকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছে উপজেলা বিএনপির দুটি পক্ষ। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন এই নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। আজ রোববার বেলা আড়ইটায় উপজেলার পৌর শহরে মাইকিং করে নিষেধাজ্ঞার বিষয়টি প্রচার করা হয়।
ইউএনও মো. সুহৃদ সালেহীন নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, প্রায় একই সময়ে ও কাছাকাছি স্থানে বিএনপির দুটি পক্ষ কর্মিসভা আহ্বান করেছে। তাই সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বলে প্রশাসন মনে করছে। তাই রোববার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার পৌর শহরের আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।
জানা যায়, বরগুনা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি গত ১৮ জুন বেতাগী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করে। বেতাগী উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠনের জন্য উপজেলা ও পৌর বিএনপির দুটি পক্ষ জেলা বিএনপির নেতাদের নিয়ে রোববার বিকেলে কর্মিসভা করার প্রস্তুতি নেয়। কর্মীসভাকে কেন্দ্র করে কয়েক দিন যাবৎ স্থানীয় নেতা-কর্মীদের মধ্য চলছিল চরম উৎকণ্ঠা ও উত্তেজনা। এর পরিপ্রেক্ষিতে পৌর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মল্লিকের নেতৃত্বে বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবিরের নেতৃত্বে পৌর শহরের পুরাতন ডাক বাংলোয় বিকেল সাড়ে ৫টায় কর্মিসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মিসভায় বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলম ফারুক মোল্লার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকায় প্রশাসন রোববার মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
এ বিষয়ে সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মল্লিক বলেন, ‘রোববার বিকেল ৪টায় উপজেলা ও পৌর বিএনপির কমিটি পুনর্গঠনের জন্য আমাদের কর্মিসভা ছিল, কিন্তু বিএনপির বহিষ্কৃত একদল নেতা-কর্মী শহরের পুরাতন ডাকবাংলোর সামনে পৃথক সভা করতে মঞ্চ তৈরি করেন। প্রশাসন সেটি দেখে দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে। ওই পক্ষ পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে।’
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির বলেন, ‘দীর্ঘ সাত বছর পর আয়োজিত কর্মিসভাকে ঘিরে আমাদের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। প্রতিপক্ষ এতে ঈর্ষান্বিত হয়ে আমার কর্মীদের ফোন দিয়ে সভায় আসতে নিষেধ করে। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় তারা কর্মিসভায় বাধা দেয়। এতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।’
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে শিক্ষা উপদেষ্টা বিদায়ী ভাষণে শিক্ষক-কর্মচারীদের জন্য আসন্ন ঈদুল আজহা থেকে উৎসব ভাতা ও সম্পূরক বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন...
৩ মিনিট আগেপ্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম লিমিটেডের চেয়ারম্যান মো. আইয়ুব আলী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রিপন মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন...
২৭ মিনিট আগেকিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে তৃতীয়বারের মতো মো. সহিদুল আলম শহীদ সভাপতি এবং বিএনপি সমর্থিত প্যানেলের আমিনুল ইসলাম রতন পঞ্চমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে রাত ১২টার দ
২৯ মিনিট আগেপটুয়াখালীতে আগুনে পাঁচ বসতঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুরে ভস্মীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে শহরের জুবিলী স্কুল সড়কের মনসা মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে