বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে একই দিনে পাল্টাপাল্টি কর্মিসভা আহ্বানকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছে উপজেলা বিএনপির দুটি পক্ষ। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন এই নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। আজ রোববার বেলা আড়ইটায় উপজেলার পৌর শহরে মাইকিং করে নিষেধাজ্ঞার বিষয়টি প্রচার করা হয়।
ইউএনও মো. সুহৃদ সালেহীন নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, প্রায় একই সময়ে ও কাছাকাছি স্থানে বিএনপির দুটি পক্ষ কর্মিসভা আহ্বান করেছে। তাই সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বলে প্রশাসন মনে করছে। তাই রোববার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার পৌর শহরের আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।
জানা যায়, বরগুনা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি গত ১৮ জুন বেতাগী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করে। বেতাগী উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠনের জন্য উপজেলা ও পৌর বিএনপির দুটি পক্ষ জেলা বিএনপির নেতাদের নিয়ে রোববার বিকেলে কর্মিসভা করার প্রস্তুতি নেয়। কর্মীসভাকে কেন্দ্র করে কয়েক দিন যাবৎ স্থানীয় নেতা-কর্মীদের মধ্য চলছিল চরম উৎকণ্ঠা ও উত্তেজনা। এর পরিপ্রেক্ষিতে পৌর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মল্লিকের নেতৃত্বে বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবিরের নেতৃত্বে পৌর শহরের পুরাতন ডাক বাংলোয় বিকেল সাড়ে ৫টায় কর্মিসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মিসভায় বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলম ফারুক মোল্লার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকায় প্রশাসন রোববার মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
এ বিষয়ে সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মল্লিক বলেন, ‘রোববার বিকেল ৪টায় উপজেলা ও পৌর বিএনপির কমিটি পুনর্গঠনের জন্য আমাদের কর্মিসভা ছিল, কিন্তু বিএনপির বহিষ্কৃত একদল নেতা-কর্মী শহরের পুরাতন ডাকবাংলোর সামনে পৃথক সভা করতে মঞ্চ তৈরি করেন। প্রশাসন সেটি দেখে দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে। ওই পক্ষ পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে।’
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির বলেন, ‘দীর্ঘ সাত বছর পর আয়োজিত কর্মিসভাকে ঘিরে আমাদের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। প্রতিপক্ষ এতে ঈর্ষান্বিত হয়ে আমার কর্মীদের ফোন দিয়ে সভায় আসতে নিষেধ করে। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় তারা কর্মিসভায় বাধা দেয়। এতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।’
বরগুনার বেতাগীতে একই দিনে পাল্টাপাল্টি কর্মিসভা আহ্বানকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছে উপজেলা বিএনপির দুটি পক্ষ। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন এই নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। আজ রোববার বেলা আড়ইটায় উপজেলার পৌর শহরে মাইকিং করে নিষেধাজ্ঞার বিষয়টি প্রচার করা হয়।
ইউএনও মো. সুহৃদ সালেহীন নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, প্রায় একই সময়ে ও কাছাকাছি স্থানে বিএনপির দুটি পক্ষ কর্মিসভা আহ্বান করেছে। তাই সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বলে প্রশাসন মনে করছে। তাই রোববার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার পৌর শহরের আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।
জানা যায়, বরগুনা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি গত ১৮ জুন বেতাগী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করে। বেতাগী উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠনের জন্য উপজেলা ও পৌর বিএনপির দুটি পক্ষ জেলা বিএনপির নেতাদের নিয়ে রোববার বিকেলে কর্মিসভা করার প্রস্তুতি নেয়। কর্মীসভাকে কেন্দ্র করে কয়েক দিন যাবৎ স্থানীয় নেতা-কর্মীদের মধ্য চলছিল চরম উৎকণ্ঠা ও উত্তেজনা। এর পরিপ্রেক্ষিতে পৌর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মল্লিকের নেতৃত্বে বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবিরের নেতৃত্বে পৌর শহরের পুরাতন ডাক বাংলোয় বিকেল সাড়ে ৫টায় কর্মিসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মিসভায় বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলম ফারুক মোল্লার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকায় প্রশাসন রোববার মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
এ বিষয়ে সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মল্লিক বলেন, ‘রোববার বিকেল ৪টায় উপজেলা ও পৌর বিএনপির কমিটি পুনর্গঠনের জন্য আমাদের কর্মিসভা ছিল, কিন্তু বিএনপির বহিষ্কৃত একদল নেতা-কর্মী শহরের পুরাতন ডাকবাংলোর সামনে পৃথক সভা করতে মঞ্চ তৈরি করেন। প্রশাসন সেটি দেখে দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে। ওই পক্ষ পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে।’
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির বলেন, ‘দীর্ঘ সাত বছর পর আয়োজিত কর্মিসভাকে ঘিরে আমাদের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। প্রতিপক্ষ এতে ঈর্ষান্বিত হয়ে আমার কর্মীদের ফোন দিয়ে সভায় আসতে নিষেধ করে। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় তারা কর্মিসভায় বাধা দেয়। এতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।’
ভোলা থেকে চরফ্যাশন উপজেলার অভ্যন্তরীণ পথে (রুট) যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। চরফ্যাশনে বাসশ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকদের মধ্যে ধস্তাধস্তির জের ধরে গতকাল রোববার রাত থেকে এ ধর্মঘটের ডাক দেয় জেলা বাস শ্রমিক ইউনিয়ন। আজ সোমবার সকাল থেকে ভোলার বাস টার্মিনাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে...
১১ মিনিট আগেমাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আজ সোমবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ জাহিদের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন তিনজনের সাক্ষ্য নেওয়া হয়।
১ ঘণ্টা আগেনেত্রকোনার দুই উপজেলায় বজ্রপাতে মাদ্রাসাশিক্ষকসহ এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ও গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর সুবর্ণচরে ৩০ মণ জাটকা জব্দ করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে চরবাটার ভূঁইয়ারহাট বাজারে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানভর্তি এই মাছ জব্দ করে উপজেলা মৎস্য কার্যালয়। পরে এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
১ ঘণ্টা আগে