Ajker Patrika

ববি উপাচার্যকে অপসারণ না করলে কাল থেকে দক্ষিণাঞ্চল অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১২ মে ২০২৫, ২০: ২১
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আজ ছাত্র-শিক্ষকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আজ ছাত্র-শিক্ষকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে কাল মঙ্গলবার থেকে অবরোধ শুরু করে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলরত শিক্ষার্থীরা। তাঁদের এই আন্দোলনে সংহতি জানিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। আজ সোমবার বেলা দেড়টায় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি থেকে এই অবরোধের ঘোষণা আসে। অবস্থান কর্মসূচি শেষে তাঁরা বিক্ষোভ করেন।

উপাচার্যের পদত্যাগ দাবিতে ২৮ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন করে দেওয়া হয়েছে। এবার উপাচার্যকে অপসারণে আগামীকাল বেলা ২টা পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছেন ছাত্র-শিক্ষকেরা।

আজ অবস্থান কর্মসূচি শেষে বেলা ১টায় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকালে শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে ২৮তম দিনে তাঁরা ব্লকেড কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। তাঁরা অভিযোগ করেন, বারবার সরকারকে জানানোর পরও কোনো সাড়া মেলেনি। অবরোধে যদি সাধারণ মানুষের দুর্ভোগ হয়, তার জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবে। তাঁরা স্পষ্ট ভাষায় জানান, আগামীকাল বেলা ১টা ৫৯ মিনিটের মধ্যে যদি উপাচার্যকে অপসারণ করা না হয়, তবে তাঁরা দক্ষিণবঙ্গ অচল করে দেবেন।

আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘আমাদের যৌক্তিক আন্দোলন মেনে নিয়ে উপাচার্যকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারের উচ্চপর্যায়ে জানিয়েছি। কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করেনি। সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে আশা করছি।’ তিনি বলেন, ‘মঙ্গলবার বেলা ২টার মধ্যে যদি উপাচার্য পদত্যাগ না করেন, তাহলে আমরা দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার ঘোষণা দিচ্ছি।’

আন্দোলনকারী আরেক শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ‘আন্দোলনের ২৮তম দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল থেকে ব্লকেড কর্মসূচিতে যাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মুস্তাকিম বিল্লাহ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সব যৌক্তিক আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করছি। তাদের পাশে আছি।’

সবাই সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে জানিয়ে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষক–কর্মকর্তা এখন এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ছাত্রদের যৌক্তিক দাবিকে আমরা অগ্রাহ্য করতে পারি না।’ তিনি আরও বলেন, ‘এ নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তিনি বিষয়টি অবগত আছেন বলে জানিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত